ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডরিন পাওয়ারের তদন্ত কমিটির মেয়াদ বেড়েছে

প্রকাশিত: ০৬:০১, ৩০ ডিসেম্বর ২০১৬

ডরিন পাওয়ারের তদন্ত কমিটির মেয়াদ  বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ডরিন পাওয়ার জেনারেশন এ্যান্ড সিস্টেমসের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির মেয়াদ আরও ১০ কার্যদিবস বাড়ানো হয়েছে। এ দিয়ে দ্বিতীয়বারের মতো মেয়াদ বাড়ানো হলো। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১৪ ডিসেম্বর তদন্তের মেয়াদ ২০ কার্যদিবস বাড়ানো হয়। সূত্র জানায়, এ সংক্রান্ত অফিস আদেশ উভয় স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়েছে। জানা গেছে, লভ্যাংশ ঘোষণা এবং কোম্পানির প্রথম প্রান্তিকের সমন্বিত মুনাফা ঘোষণাকে কেন্দ্র করেই হঠাৎ করে ১৭ অক্টোবর থেকে পুঁজিবাজারের জ্বালানি ও বিদ্যুত খাতের এ কোম্পানিটির শেয়ার দর বাড়তে থাকে। এর কারণ অনুসন্ধানে বিএসইসি উপ-পরিচালক মুসতারি জাহান ও শামসুর রহমানের সমন্বয়ে ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিএসইসি। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
×