ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চলতি বছরে ভারতে ৮৩ প্রতিষ্ঠান আইপিওতে এসেছে

প্রকাশিত: ০৬:০০, ৩০ ডিসেম্বর ২০১৬

চলতি বছরে ভারতে ৮৩ প্রতিষ্ঠান আইপিওতে এসেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ আর মাত্র দুইটা দিন। এরপরই বিদায় নিতে হবে ২০১৬ কে। এরপরই নতুন বছর ২০১৭ সাল। তার আগেই হিসাব-নিকাশ শুরু করতে বসেছে ব্যক্তি থেকে প্রতিষ্ঠান। রাজ্য থেকে দেশ। এরই ধারাবাহিকতায় বিশ্ব পুঁজিবাজারে ২০১৬ সালের আইপিও মার্কেট তুলে ধরেছে বৈশ্বিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ইওয়াই গ্লোবাল। প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে অসাধারণ নৈপুণ্যতা দেখিয়েছে ভারতের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বাজার। এ বছরে মোট ৮৩টি কোম্পানি আইপিওতে এসেছে। এ বছর সবচেয়ে সুসময় ছিল চতুর্থ প্রান্তিক। অক্টোবর-ডিসেম্বরের এই প্রান্তিকে সবচেয়ে বেশি সফলতা এসেছে বাজারে। ইওয়াই গ্লোবাল আইপিও ট্রেন্ডসের সর্বশেষ তথ্যের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, ভারতের প্রধান দুই স্টক এক্সচেঞ্জের মধ্য রয়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)। চলতি বছর দেশটির পুঁজিবাজার থেকে ৮৩টি কোম্পানি ৩৮০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছে। এতে আরও বলা হয়, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ২০১৬ সাল ছিল উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য চ্যালেঞ্জ।
×