ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গার্মেন্টস ফ্যাক্টরি থেকে কাস্টমস হাউসের ৬৬ গোপন নথিপত্র উদ্ধার

প্রকাশিত: ০৬:০০, ৩০ ডিসেম্বর ২০১৬

গার্মেন্টস ফ্যাক্টরি থেকে কাস্টমস হাউসের ৬৬ গোপন নথিপত্র উদ্ধার

অর্থনৈতিক রিপোর্টার ॥ বন্দরনগরী চট্টগ্রামের একটি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসের প্রায় ৬৬টি গোপন নথিপত্র উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব নথিপত্র উদ্ধার করা হয় বলে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে। নয়াবাজার এলাকার আল-আমিন মেরিটাইম ইন্টারন্যাশনাল এ্যাপারেলস ফ্যাশন নামের গার্মেন্টস ফ্যাক্টরিতে অভিযান চালায় শুল্ক গোয়েন্দার একটি দল। অভিযানে প্রতিষ্ঠানের অফিস কক্ষের আসবাবপত্রের ভেতর থেকে ৬৬টি গোপন নথিপত্র উদ্ধার করা হয়। এতে দেখা গেছে, চট্টগ্রাম কাস্টমস হাউসের হারিয়ে যাওয়া গোপনীয় নথি ছিল এগুলো। যার মধ্যে ১১টি হলো ব্যাংক গ্যারান্টি সংক্রান্ত, ৪৩টি হলো বিচারাধীন বিভিন্ন মামলার এবং ১২টি নথি শুল্কায়ন ও অন্যান্য সংক্রান্ত।
×