ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এশিয়ার শীর্ষ ১০ ধনী পরিবার

প্রকাশিত: ০৫:৫৯, ৩০ ডিসেম্বর ২০১৬

এশিয়ার শীর্ষ ১০ ধনী পরিবার

অর্থনৈতিক রিপোর্টার ॥ এশিয়ার কোন পরিবারের অর্থবিত্ত বেশি? প্রশ্নটা খুব সহজ হলেও উত্তরটা খুবই কঠিন। তবে এর উত্তর দিয়েছে বিশ্ব খ্যাত ম্যাগাজিন ফোর্বস। ২০১৬ সালে এশিয়ার শীর্ষ বিশ ধনী পরিবারের তালিকা প্রকাশ করেছে তারা। এশিয়ার ব্যবসা-বাণিজ্যের নেতৃত্বে রয়েছে এসব পরিবার। এ মহাদেশের সবচেয়ে সফল ব্র্যান্ডগুলোর পেছনেও রয়েছে তারা। বিশ পরিবারের মধ্যে শীর্ষ দশ পরিবারের ধন-সম্পদের দিকে তাকানো যাক একবার। লি পরিবার : দক্ষিণ কোরিয়া ভিত্তিক ইলেক্ট্রনিক জায়ান্ট স্যামসাংয়ের মালিক লি পরিবার। ২০১৬ সালে এশিয়ার শীর্ষ বিশ ধনী পরিবারের তালিকায় শীর্ষ রয়েছে তারা। টেকনোলজি, বিশেষ করে টেলিকম খাত হচ্ছে লি পরিবারের মূল ব্যবসা। তাদের মোট সম্পদের পরিমাণ ২৯.৬ বিলিয়ন ডলার। শিয়ারাভ্যানোনন্ট পরিবার : ২০১৬ সালের এশিয়ার শীর্ষ বিশ ধনী পরিবারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শিয়ারাভ্যানোনন্ট পরিবার। থাইল্যান্ডে বসবাসকারী এই পরিবারটি গবাদিপশুর খাদ্য উৎপাদনকারী বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান শিয়ারন পকহ্যান্ড গ্রুপের মালিক। তাদের মোট সম্পদের পরিমাণ ২৭.৭ বিলিয়ন ডলার। আম্বানি পরিবার : বিশ্বজুড়ে বিস্তৃত রিলায়েন্স গ্রুপের মালিক আম্বানি পরিবার। শুধু ভারত নয়, বিশ্বের অন্যতম সম্পদশালী এই পরিবার। রিলায়েন্স পরিবারের মূল ব্যবসা টেলিকমিউনিকেশন, সম্পদ ব্যবস্থাপনা, বিনোদন, টেক্সটাইল এবং অপরিশোধিত তেল শোধন। মোট সম্পদের পরিমাণ ২৫.৮ বিলিয়ন ডলার। কক পরিবার : ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তালিকায় শীর্ষ চারে রয়েছে হংকংয়ের রিয়েল এস্টেট ব্যবসায়ী কক পরিবার। এশিয়ার শীর্ষ আবাসন ব্যবসায়ী এই পরিবারটির মোট সম্পদের পরিমাণ ২৫.২ বিলিয়ন ডলার। লি পরিবার (হংকং) : কক পরিবারের মতো হংকংয়ের আরেক রিয়েল এস্টেট ব্যবসায়ী লি পরিবার। ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তালিকার শীর্ষ পাঁচে রয়েছে তারা। হংকংয়ের অন্যতম উঁচু ভবন হেইসন টাওয়ারের মালিক লি পরিবারের মোট সম্পদের পরিমাণ ২৪.৭ বিলিয়ন ডলার। হার্টোনো পরিবার : ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তালিকার শীর্ষ ছয়ে রয়েছে ইন্দোনেশিয়ায় বসবাসরত হার্টোনো পরিবার। তাদের এই সম্পদ অর্জনের পেছনে রয়েছে ইন্দোনেশিয়ার জনপ্রিয় সিগারেট ব্র্যান্ড ডিজারম। এ ছাড়া বিভিন্ন খাতে ঋণ প্রদানকারী এই পরিবারের মোট সম্পদের পরিমাণ ১৮.৬ বিলিয়ন ডলার। কুয়েক পরিবার : ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তালিকার শীর্ষ সাতে রয়েছে কুয়েক পরিবার। আবাসন খাতে বিনিয়োগকারী মালয়েশিয়া ও সিঙ্গাপুরভিত্তিক হং লিওন গ্রুপের স্বত্বাধিকারী এই পরিবারটির মোট সম্পদের পরিমাণ ১৮.৫ বিলিয়ন ডলার। চেং পরিবার : ঐতিহ্যবাহী গয়নার ব্যবসায়ী হংকংয়ে বসবাসকারী চেং পরিবার। কয়েক পুরুষ ধরে তারা এই ব্যবসা করে আসছে। শীর্ষ ধনী পরিবারের তালিকায় আটে রয়েছে তারা। মোট সম্পদের পরিমাণ ১৭.৩ বিলিয়ন ডলার। সাই পরিবার : আবাসন শিল্পসহ নানা খাতে অর্থ বিনিয়োগ করা তাইওয়ানের সাই পরিবারের মূল ব্যবসা। তাইওয়ানের শীর্ষ ধনী এই পরিবারটি ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তালিকার শীর্ষ নয় নম্বরে অবস্থান করছে। তাদের মোট সম্পদের পরিমাণ ১৫.৩ বিলিয়ন ডলার। হিন্দুজা পরিবার : ধনী পরিবারের তালিকায় শীর্ষে দশে রয়েছে হিন্দুজা পরিবার। এই পরিবারটির মোট সম্পদের পরিমাণ ১৪.৯ বিলিয়ন ডলার। ট্রাক, লুব্রিকেন্টস থেকে শুরু করে ব্যাংকিং এবং স্বাস্থ্যসেবা খাতে ব্যবসা করছে তারা।
×