ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্যাস সেক্টরের উন্নয়নে এডিবি ১৭ কোটি ডলার ঋণ দিচ্ছে

প্রকাশিত: ০৫:৫৯, ৩০ ডিসেম্বর ২০১৬

গ্যাস সেক্টরের উন্নয়নে এডিবি ১৭ কোটি ডলার ঋণ দিচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের গ্যাস সেক্টরে অবকাঠামো এবং অপারেশনাল দক্ষতা উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১৬ কোটি ৭০ লাখ ডলার অর্থ সহায়তা দিচ্ছে। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় এক হাজার ৩৩৬ কোটি টাকা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে এ লক্ষ্যে সরকারের সঙ্গে এডিবির ঋণ চুক্তি সই হয়। এডিবির ঢাকা কার্যালয়ের মুখপাত্র গোবিন্দ বার জানিয়েছেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন এবং এডিবি কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। এছাড়া প্রকল্প চুক্তিতে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (বিজিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুজ্জামান এবং বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির (বিজিএফসিএল) কোম্পানি সচিব মতিউর রহমানও সই করেন বলে জানা গেছে। গোবিন্দ বার বলেন, ‘ন্যাচারাল গ্যাস ইনফ্রাস্ট্রাকচার এ্যান্ড ইফিসিয়েন্স ইম্প্রুভমেন্ট প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পে এই অর্থ সহায়তা দিচ্ছে এডিবি। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রধান বন্দরনগরী চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ বৃদ্ধি পাবে। তিনি বলেন, এডিবি গত মাসে রাজধানী ঢাকার উত্তরে একটি গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্রে উৎপাদন দক্ষতা উন্নয়ন এবং ট্রান্সমিশন অবকাঠামো বাড়ানোর মাধ্যমে বাংলাদেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং দারিদ্র্য হ্রাসে সহায়তা করতে এই ঋণ চুক্তি প্রস্তাব অনুমোদন করে। চুক্তির অধীনে এডিবি প্রাকৃতিক গ্যাস অবকাঠামো এবং দক্ষতা উন্নয়ন প্রকল্পে সহায়তা দেবে। তিতাস গ্যাস ক্ষেত্রে সাতটি ওয়েলহেড গ্যাস কমপ্রেসার স্থাপনের মাধ্যমে গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং চট্টগ্রাম থেকে ফেনী হয়ে বাখরাবাদ পর্যন্ত ৩৬ ইঞ্চি প্যারালাল ১৮১ কিলোমিটার গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন স্থাপনের মাধ্যমে গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন ক্ষমতা বাড়ানোই এই প্রকল্পের উদ্দেশ্য। বর্তমান ১৭৫ কিলোমিটার ২৪ ইঞ্চির প্যারালালের বাখরাবাদ-চট্টগ্রাম গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহের কারণে চট্টগ্রামের কিছু এলাকায় কখনও কখনও গ্যাস সঙ্কট দেখা দেয়। নতুন গ্যাস ট্রান্সমিশন লাইন স্থাপনের ফলে দেশের প্রধান বন্দরনগরী চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
×