ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে তৈরি ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব টুপি বিক্রি করছে ৩৫ ডলারে

ট্রাম্পের ‘মেড ইন আমেরিকা’ কি লোক দেখানো কৌশল?

প্রকাশিত: ০৫:৫৬, ৩০ ডিসেম্বর ২০১৬

ট্রাম্পের ‘মেড ইন আমেরিকা’ কি লোক দেখানো কৌশল?

মার্কিন কোম্পানিগুলো বিদেশে উৎপাদন না করে দেশেই তাদের কলকারখানাগুলো চালাক যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা প্রচারাভিযানের সময় থেকে বলে এসেছেন। ট্রাম্প এমন হুঁশিয়ারিও দিয়েছেন যে, যেসব প্রতিষ্ঠান বৈদিশিক উৎপাদন ইউনিটগুলো দেশে ফিরিয়ে আনবে না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। জানা গেছে, ট্রাম্প পরিবারের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বিশেষ করে পোশাক প্রায় সবই বিদেশী তৈরি। বেশির ভাগই চীন, বাংলাদেশ বা ভিয়েতনামে তৈরি হওয়া পোশাক। নিউইয়র্ক টাইমস। নিউইয়র্কের ফিফথ এভিনিউতে ৫৮ তালা ট্রাম্প টাওয়ার অবস্থিত। এখানে ঢুকে দেখা গেল, ‘ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব’ খচিত ৩৫ ডলার মূল্যেও টুপি বিক্রি হচ্ছে। টুপিগুলো বাংলাদেশে তৈরি। ট্রাম্প টাওয়ার হুডি বিক্রি হচ্ছে ৫০ ডলারে। হুডিগুলো পাকিস্তানে তৈরি। নিউইয়র্ক টাইমস জানতে পেরেছে, চলতি বছর ৫ ডিসেম্বর পর্যন্ত গত এক বছরে ইভানকা ট্রাম্পের কোম্পানি ব্যাগ ও জুতোসহ বিদেশ থেকে বিশেষ করে চীন থেকে ১৯৩টি চালানে পণ্য আমদানি করেছে। নির্বাচনী প্রচারাভিযানকালে ট্রাম্প বারংবার অভিযোগ করেছেন যে, চীনের জন্য যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ব্যাহত হচ্ছে। মার্কিন কোম্পানিগুলো বিদেশী যেখানে উৎপাদনমূলক তৎপরতা চালাচ্ছে সেখানে লোকজনের কাজের ব্যবস্থা হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রে চাকরির বাজার সঙ্কুচিত হচ্ছে। কাজেই প্রতিষ্ঠানগুলো যদি এখন বিদেশে ব্যবসা গুটিয়ে যুক্তরাষ্ট্রে ব্যবসা শুরু না করে তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। ইভানকা ট্রাম্প পোশাকের ব্যবসা শুরু করেন ২০১০ সালের পর। এর আগে তিনি নিউইয়র্কের একজন ধনকুবেরের সন্তান হিসেবে ফ্যাশন ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন। এ বিষয়ে কাজও শুরু করেছিলেন। পরে উপদেষ্টাদের পরামর্শক্রমে তিনি সে পথে অগ্রসর হননি। শুরু করেন প্রস্তুত পোশাকের ব্যবসা। বিদেশে প্রস্তুত পোশকের ব্যবসা তিনি এখনও করছেন। কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। বাবা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন। আগামী মাসের ২০ তারিখ তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। ইভানকা সাধারণত গণমাধ্যমে সাক্ষাতকার দেন না। তিনি একবার কোন এক সাক্ষাতকারে বলেছিলেন, ‘ব্যবসায় নামার পর আমি উপলব্ধি করলাম যে, আমি আসলে ডিজাইনার নই, আমি একজন উদ্যেক্তা’ খুচরা বিপণী ব্যবসায়ে মুনাফা যথেষ্ট সীমিত। তাই পোশাক খাতে বিদেশে প্রস্তুত পণ্যের ওপর নির্ভর করতে হয়, কারণ সেক্ষেত্রে সন্তোষজনক মুনাফা হয়ে থাকে।
×