ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অভিজিত রায় হত্যার স্থানে নির্মিত হচ্ছে মুক্তচিন্তা স্তম্ভ

প্রকাশিত: ০৫:৫৫, ৩০ ডিসেম্বর ২০১৬

অভিজিত রায় হত্যার স্থানে নির্মিত হচ্ছে মুক্তচিন্তা স্তম্ভ

স্টাফ রিপোর্টার ॥ ধর্মান্ধ উগ্রবাদীদের হামলায় গত কয়েক বছরে নির্মমভাবে খুন হয়েছেন লেখক, প্রকাশকসহ মুক্তচিন্তার মানুষরা। প্রগতির অনুসারী এসব মানুষের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হতে যাচ্ছে ‘মুক্তচিন্তা স্তম্ভ’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে স্থানে বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিত রায়কে হত্যা করা হয়েছিল সেই স্থানে নির্মিত হচ্ছে এ স্তম্ভটি। বৃহস্পতিবার দুপুরে মুক্তচিন্তা স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। ভাস্কর্যটি নির্মাণ করছেন ভাস্কর রাশা। তিনি জানান, পিতলে নির্মিত হবে ভাস্কর্যটি। বিশাল বইয়ের পাতায় ঠাঁই পাবে উগ্রবাদীদের হামলায় নিহত ১২ জন লেখক, প্রকাশক ব্লগারসহ মুক্তচিন্তার মানুষদের প্রতিকৃতি।
×