ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতীয় পেট্রোনেটের সঙ্গে পেট্রোবাংলার এমওইউ সই

প্রকাশিত: ০৫:৫৫, ৩০ ডিসেম্বর ২০১৬

ভারতীয় পেট্রোনেটের সঙ্গে পেট্রোবাংলার এমওইউ সই

স্টাফ রিপোর্টার ॥ ভারতীয় কোম্পানি পেট্রোনেট এলএনজি লিমিটেডের সঙ্গে পেট্রোবাংলা পালন আবশ্যকীয় নয় এমন একটি সমঝোতা স্মারক (নন বাইন্ডিং এমওইউ) সই করেছে। বৃহস্পতিবার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) কনফারেন্সরুমে এমওইউটি সই হয়। কক্সবাজার জেলার কুতুবদিয়ায় দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট ক্ষমতাসম্পন্ন এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য ভারতীয় কোম্পানির সঙ্গে একমত হয়েছে পেট্রোবাংলা। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারটি কোম্পানির সঙ্গে নন বাইন্ডিং এমওইউ সইয়ের বিষয়টি অনুমোদন করেন। পেট্রোবাংলার পক্ষে সংস্থার সচিব সৈয়দ আশফাকুজ্জামান এবং পেট্রোনেট এলএনজি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রভাত সিং এমওইউতে সই করেন। অনুষ্ঠানে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা, পেট্রোবাংলা চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মোঃ জাকির হোসেন, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উর্ধতন কর্মকর্তারা ছাড়াও পেট্রোবাংলার পরিচালকরা উপস্থিত ছিলেন।
×