ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারত ভ্রমণ

১৮ বছরের নিচের শিশুদের ট্যুরিস্ট ভিসার ই-টোকেন লাগবে না

প্রকাশিত: ০৫:৫৪, ৩০ ডিসেম্বর ২০১৬

১৮ বছরের নিচের শিশুদের ট্যুরিস্ট ভিসার ই-টোকেন লাগবে না

কূটনৈতিক রিপোর্টার ॥ আগামী পহেলা জানুয়ারি থেকে ভারত ভ্রমণে আগ্রহী পিতা-মাতার সঙ্গে ১৮ বছরের নিচের শিশুদের ট্যুরিস্ট ভিসার জন্য কোন আলাদা এ্যাপয়েন্টমেন্ট তারিখ বা ই-টোকেনের প্রয়োজন নেই। এছাড়া পহেলা জানুয়ারি থেকে কূটনৈতিক ও সরকারী পাসপোর্টধারীদেরও কোন এ্যাপয়েন্টমেন্ট ডেট বা ই-টোকেন লাগবে না। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে বাবা-মায়েরা তাদের টু্যুরিস্ট ভিসা আবেদনপত্রের সঙ্গে শিশুদের আবেদনসমূহ জমা দিতে পারবেন। এছাড়া ভারতীয় ভিসা আছে এমন বাবা-মায়েদের যে কোন একজন তাদের শিশুদের পক্ষে আবেদনপত্র জমা দিতে পারবেন। সেক্ষেত্রে তাদের প্রাপ্ত ভিসার ফটোকপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। শিশুদের তাদের পরিবারের সঙ্গে ভারত ভ্রমণের উপকারে এই শুভেচ্ছা প্রদর্শন করা হচ্ছে। এতে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ করা এবং দুই দেশের মধ্যে মানুষে-মানুষে যোগাযোগ ও সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করে ভারত। এদিকে আগামী পহেলা জানুয়ারি থেকে কূটনৈতিক ও সরকারী পাসপোর্টধারীদের কোন এ্যাপয়েন্টমেন্ট ডেট বা ই-টোকেন প্রয়োজন হবে না বলেও জানিয়েছে ভারতীয় হাইকমিশন। বাংলাদেশ থেকে কূটনৈতিক ও সরকারী পাসপোর্টকারীদের পরিবারের নিকটতম সদস্যরা তাদের ট্যুরিস্ট ভিসা আবেদপত্র আইভিএসি উত্তরা, সেক্টর-৭, সড়ক-১৮, বাড়ি-৫৬, উত্তরায় সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে কোন এ্যাপয়েন্টমেন্ট তারিখ বা ই-টোকেন ছাড়াই জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দেয়ার সময় মূল কূটনৈতিক/সরকারী পাসপোর্ট দেখাতে হবে। আবেদপত্রের সঙ্গে পাসপোর্টের ফটোকপি সংযুক্ত করতে হবে।
×