ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে ঢুকে স্টাফদের লাঞ্ছিত করল যুবলীগ নেতা

প্রকাশিত: ০৫:৪৫, ৩০ ডিসেম্বর ২০১৬

সাতক্ষীরা জেলা  পরিষদ কার্যালয়ে  ঢুকে স্টাফদের  লাঞ্ছিত করল  যুবলীগ নেতা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জেলা পরিষদ নির্বাচনের পর দিনই সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে ঢুকে নয়া ফরমান জারি করেছেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে যুবলীগ নেতা সোহাগসহ তার সাঙ্গপাঙ্গরা। অফিস কার্যালয় থেকে এক প্রকার ধাক্কা দিয়ে বের করে দেয়া হয় পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমানকে। শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় কয়েক জন স্টাফকেও। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় এই ঘটনা ঘটে। গত ৫ বছরে জেলা পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। এবারে পরিষদের চেয়ারম্যান পদে দলের পক্ষ থেকে মুনসুর আহমেদকে মনোনয়ন দেয়া হলেও বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান জনকণ্ঠকে বলেন, পরিষদের নিরাপত্তার স্বার্থে এবং নেশাখোরদের উৎপাত বন্ধ করতে পরিষদের বাউন্ডারির একটি গেট কয়েক বছর আগে বন্ধ করে দেয়া হয় পাশাপাশি তাদের বাজে আড্ডা বন্ধ করতে পুকুরের একটি ঘাট ভেঙ্গে দেয়া হয়। যুবলীগ নেতা কর্মীরা হুমকি দিয়ে এ গেট খুলতে বাধ্য করে। তারা পুকুরে ঘাট তৈরি করার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয়। এ বিষয়ে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিকেলে জনকণ্ঠকে বলেন, সব কিছু এবং সকলকে একদিনে নিয়ন্ত্রণ করা সম্ভব না। পুকুরের ঘাট ভেঙ্গে দেয়া নিয়ে বিরোধ উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি প্রাথমিকভাবে মিটমাট করা হয়েছে। ওই যুবলীগ নেতার তিনি বলেন, আমার সিদ্ধান্ত ছাড়া কেউ কিছু করলে তার দায়িত্ব তাকে নিতে হবে।
×