ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাসের খবর শুনে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় শিশু নিহত

প্রকাশিত: ০৫:৪৩, ৩০ ডিসেম্বর ২০১৬

পাসের খবর শুনে  বাড়ি ফেরার  পথে ট্রাকচাপায়  শিশু নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালীগঞ্জে পিইসি পরীক্ষায় পাসের খবর শুনে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার রাতে ট্রাকের ধাক্কায় অটোরিক্সারোহী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ওই অটোরিক্সা চালকসহ ৪জন আহত হয়েছে। নিহতের নাম স্বর্ণা আক্তার (১১)। সে কালীগঞ্জ পৌরসভার মুনসুরপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। স্বর্ণা এবার স্থানীয় সৈয়দ আহম্মেদ কিন্ডারগার্টেন থেকে পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়। জানা যায়, ছোট ভাই শান্তর সুন্নতে খৎনার দাওয়াত দিতে স্বর্ণা বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে পূবাইল এলাকায় যায়। এদিন পিএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সংবাদ শুনে রাতে অটোরিক্সাযোগে বাড়ির উদ্দেশে রওনা হয় স্বর্ণা। পথে কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের কামারবাড়ী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি একটি ট্রাকের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে। এ ঘটনায় চালক রিপনসহ অটোরিক্সারোহী পারুল, শাবানা ও সোহাগ আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বগুড়ায় ট্রাকের চাপায় নিহত ২ ॥ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল ঠেঙ্গামারা এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। তারা হলো গাইবান্ধার কচুয়াবাজারের সুরুজ (২৫) ও রাকিব (২২)।
×