ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝলক

প্রকাশিত: ০৫:৩৭, ৩০ ডিসেম্বর ২০১৬

ঝলক

রোবটের সঙ্গে বিয়ে... যন্ত্রের সঙ্গে মানুষের প্রেমের কথা এতদিন সিনেমা নাটকের মধ্যে সীমাবদ্ধ ছিল। হাল আমলে বলিউডে রোবট নামে একটি সিনেমা নির্মিত হয়। ব্লকবাস্টার হিট এই সিনেমায় রোবটরূপী রজনীকান্তের সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের রসায়ন দর্শকদের নজর কাড়ে। তবে রোবটের সঙ্গে মানুষের পর্দার প্রেম এখন বাস্তব। ফ্রান্সের লিলি নামের এক নারী রোবটের প্রেমে মজেছে। শুধু তাই নয়, গত এক বছর এই রোবটের সঙ্গে লীভ টুগেদার করছে লিলি। আগামী বছর এই ইনমোভেটর নামের রোবটের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার স্বপ্ন বুনছেন ৩৫ বছর বয়সী এই নারী। রোবটের সঙ্গে দিনকাটানোর পক্ষে যুক্তি দেখিয়ে সম্প্রতি টুইটারে লিলি লিখেছেন, রোবটের সঙ্গে যৌনকাজে আমি তৃপ্ত। আমরা কাউকে কষ্ট দেই না। আমরা সত্যিই সুখী। এ প্রসঙ্গে লিলির পরিবার জানিয়েছে, ১৯ বছর বয়স থেকেই রোবটকে পছন্দ করে লিলি। আর শুরু থেকেই মানুষের সঙ্গে যৌনকাজে লিলির অনীহা ছিল। সম্প্রতি ফরাসী গণমাধ্যমে রোবটের সঙ্গে লিলির এই প্রেমকাহিনী চাউর হলে অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বিশ্লেষক ডেভিড লেভির কাছে এর কারণ জানতে চান। উত্তরে ডেভিড লেভি বলেন, আগামী ২০৫০ সালের মধ্যে বিশ্বে এই ধরনের ঘটনা অহরহ ঘটবে। রোবটের সঙ্গে যৌনক্রিয়া অত্যন্ত আনন্দদায়ক। কারণ রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে। আবার এই ধরনের সম্পর্ক হাস্যকর ও শরীরের জন্য ক্ষতিকরও হতে পারে। তবে এটি আলাদা ধরনের জীবনযাপনের অংশ বলে মত তার। Ñনাটি নিউজ ও ডেইলি মেইল অবলম্বনে যানজট থাকবে না! স্বচালিত গাড়ির ব্যবহার বিশ্বব্যাপী বাড়তে থাকলে আগামী ১০ বছরের মধ্যে গাড়ি পার্কিংয়ের প্রচলন উঠে যাবে এবং শহরগুলোতে বায়ু দূষণ অনেকাংশে কমে যাবে। থাকবে না যানজট। উন্নত শহর পরিকল্পনায় স্মার্ট শহর বিশেষজ্ঞ সাইমন ট্রিকার সম্প্রতি এই তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, ২০৩০ সালের মধ্যে এমন গাড়ি আরও সহজলভ্য হবে, যা প্রযুক্তি এবং আরও তথ্য ব্যবহার করে শহর পরিকল্পনা উন্নত করার জন্য ব্যবহার করা যাবে। স্কটিশ কর্তৃপক্ষ ইতোমধ্যে এক দশক পরে সড়ক কেমন দেখাবে সে সম্পর্কে চিন্তা-ভাবনা করতে শুরু করেছে। ইতোমধ্যে প্রশংসনীয় কিছু উদ্যোগও নিয়েছে তারা। সাইমন ট্রিকার আরও বলেন, স্বচালিত গাড়ির জন্য শহরগুলোতে পার্কিং স্পেস দরকার হবে না। ভাড়ায় যাত্রী পরিবহন করবে তাই এসব গাড়ির পার্কিংয়ের প্রয়োজন হবে না। যাত্রীকে পৌঁছে দিয়ে তারা পরবর্তী রাইডে বের হবে। যেহেতু গাড়িগুলো বৈদ্যুতিক তাই গ্যাস নির্গমন হবে না। পাশাপাশি স্বচালিত সেবা যাত্রীদের গাড়ির জন্য অপেক্ষার ধকলও অনেক কমাবে। আমরা তাই শহরের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যাত্রী সেবার দিকেও বিশেষ নজর দিচ্ছি। সম্প্রতি স্কটল্যান্ডে অনুষ্ঠিত কম-কার্বন নির্গমনবিষয়ক এক সম্মেলন সামনে রেখে সাইমন ট্রিকার এসব কথা বলেন। আগামী ফেব্রুয়ারিতে এডিনবড়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। -ইন্ডিপেনডেন্ট অবলম্বনে
×