ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফের রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বললো ঢাকা

প্রকাশিত: ০২:২২, ২৯ ডিসেম্বর ২০১৬

ফের রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বললো ঢাকা

অনলাইন রিপোর্টার ॥ মায়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে আবারও ডেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। ৯ অক্টোবরের পর থেকে দেশটির ৫০ হাজার নাগরিক (রোহিঙ্গা) বাংলাদেশে আশ্রয় নিয়েছে দাবি করে এ আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ আহ্বান জানানো হয়। থানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়, কনস্যুলার) কামরুল আহসান। বৈঠকে গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বঙ্গোপসাগরে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে মায়ানমারের নৌবাহিনীর গুলির ঘটনারও কড়া প্রতিবাদ জানানো হয়।
×