ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আমি বংশ পরম্পরায় মুক্তবুদ্ধি চর্চার লোক: শামসুজ্জামান

প্রকাশিত: ০২:২১, ২৯ ডিসেম্বর ২০১৬

আমি বংশ পরম্পরায় মুক্তবুদ্ধি চর্চার লোক: শামসুজ্জামান

অনলাইন রিপোর্টার ॥ একুশের বইমেলায় শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধ করা নিয়ে সমালোচনায় ক্ষুব্ধ বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান নিজেকে মুক্তবুদ্ধি চর্চার লোক দাবি করে তার বিরুদ্ধে ‘অপপ্রচারের’ জন্য সাংবাদিকদের দায়ী করেছেন। ধারাবাহিক সমালোচনার জবাব দিতে নিজের ফেইসবুক পাতায় এক লেখায় তিনি শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবিন আহসানকে ‘নাটুকে’ প্রকাশক বলেও ইঙ্গিত করেছেন তিনি। রবিন আগামী একুশের বইমেলায় অংশ নেওয়ার আবেদনপত্র সংগ্রহ করতে গিয়ে সম্প্রতি জানতে পারেন যে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে মেলার আয়োজক সংস্থা বাংলা একাডেমি। গত বছর মেলায় ব-দ্বীপ প্রকাশনীর ‘ইসলাম বিতর্ক’ নিষিদ্ধ এবং বইটির প্রকাশক শামসুজ্জামান মানিককে গ্রেপ্তারের প্রতিবাদে সোচ্চার ছিলেন রবিন। তার ওই তৎপরতাকে ‘মেলার পরিপন্থি’ যুক্তি দেখিয়ে শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধ করেছে বাংলা একাডেমি, যার প্রতিবাদও চলছে এখন। প্রতিবাদী একটি কর্মসূচি থেকে একাডেমির মহাপরিচালক শামসুজ্জামানের পদত্যাগও চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ফেইসবুকে শামসুজ্জামান লিখেছেন, আত্মপ্রচার করতে চাইনি, কিন্ত যে মিথ্যাচার করা হচ্ছে, তাতে কিছু কথা বলা জরুরি হয়ে পড়েছে। তা না হলে ভুল বার্তা চলে যাচ্ছে তরুণদের কাছে। এখনকার তরুণরা এসব ইতিহাস জানে না, তরুন সাংবাদিকরাও তাই। এই তরুণ সাংবাদিকদের ‘চতুর’ ও ‘ফন্দিবাজ’ আখ্যায়িত তিনি বলেছেন, যে কোনোভাবে সংবাদপত্রের পাতায় থাকার কৌশল করছে। প্রতি বছরই এই নাটক করে এমন এক প্রকাশক নামধারীর পাল্লায় পড়ছে। বাইরে সমালোচনার মতো শামসুজ্জামান খানের এই স্ট্যাটাসেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে। মনিরউদ্দিন ইউসুফের ছেলে এনবিআরের সাবেক সহকারী কর কমিশনার সৈয়দ আনিস প্রশ্ন করেছেন- জামান ভাই, আমার পিতা মরহুম মনিরউদ্দীন ইউসুফ মুক্তবুদ্ধি চর্চা (চর্চায় হবে) কি বাধার কাজ করেছিলেন, তার কি প্রমাণ আপনার কাছে আছে! আশা করি তা জানাবেন। সমালোচনার জবাব দিতে গিয়ে সাংবাদিক অঞ্জন রায় নিজের ফেসবুক একাউন্টে লিখেছেন, শ্রাবণ প্রকাশনী থাকবে। জানা গেছে, শ্রাবণ প্রকাশনী মেলায় অংশ নিতে আবেদন করেছে। আর এতে সাধারণ অনেক ফেসবুকার বলছে, জনতার জয় হয়েছে।
×