ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে পরিবার পরিকল্পনা বিষয়ক সমন্বয় সভা

প্রকাশিত: ২৩:০০, ২৯ ডিসেম্বর ২০১৬

খাগড়াছড়িতে পরিবার পরিকল্পনা বিষয়ক সমন্বয় সভা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ জেলা-উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে গতি আনতে সরকারী-বেসরকারী প্রতিনিধিদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। আজ বৃহস্পতিবার জেলা শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় উদ্বোধক ছিলেন, খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়–য়া। পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিটোল মনি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. নাসির উদ্দিন, ডেপুটি ডিরেক্টর মো: রোকন উদ্দিন, মা ও শিশু বিশেষজ্ঞ ডা. আশুতোষ চাকমা এবং রিসোর্স পার্সন ডা. জয়া চাকমা । সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, স্বাস্থ্য উন্নয়ন কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
×