ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এমপির অসুস্থতায় কুড়িগ্রামের পরীক্ষা ঢাকায় !

প্রকাশিত: ২২:৫৯, ২৯ ডিসেম্বর ২০১৬

এমপির অসুস্থতায় কুড়িগ্রামের পরীক্ষা ঢাকায় !

স্টাফ রিপোর্টার ॥ কলেজ পরিচালনা পরিষদের সভাপতির অসুস্থতা ও জেলা পরিষদের নির্বাচনের কারণে কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা হয়েছে ঢাকায়। এই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হলেন স্থানীয় সংসদ সদস্য ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার পুরনো এমপি হোস্টেল কার্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪০ জন পরীক্ষার্থী এতে অংশ নেন। শিক্ষকদের ছয়টি পদের পাশাপাশি গ্রন্থাগারিকের একটি পদে এই নিয়োগ পরীক্ষা নেয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ সুজাত হোসেনও পরীক্ষার সময় উপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের ভাইস-প্রিন্সিপাল ওবায়দুল কাদের। তাজুল ইসলাম চৌধুরী জনকণ্ঠ’কে জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে এই কলেজের নিয়োগ শেষ করতে হবে। তাই দ্রুত নিয়োগ পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হয়েছে। জেলা পরিষদ নির্বাচন ও শারিরীক অসুস্থতার কারণে আমি এলাকায় যেতে পারিনি। পুরনো এমপি হোস্টেলে এমপিদের জন্য বরাদ্দ দেয়া কার্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজে এমপি হিসেবে সভাপতি থাকার ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা নেই। যে কারণে এলাকার এই কলেজের সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করছি। জানা গেছে, গ্রন্থাগারিক ছাড়াও ভূগোল, মার্কেটিং, ইতিহাস, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, উদ্ভিদবিদ্যা, ইংরেজি ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক নিয়োগের জন্য দেয়া ইতোপূর্বে দেয়া বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ও মৌখিত পরীক্ষা নেয়া হয়েছে। আধাঘণ্টায় ৫০ নম্বরের পরীক্ষা নেয়া হয়। কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুস সোবহান, একরামুল হক ও জয়নাল আবদিন প্রমুখ পরীক্ষার সময় উপস্থিত ছিলেন। কলেজের শিক্ষক মইনুল হক খন্দকার, মুকুল হোসেন ও গোলাম ওয়াদুদ জানান, ইতোপূর্বে নিয়োগ পরীক্ষা নিয়ে নানা কথা উঠেছিল। সেজন্য এবার ঢাকায় নিয়োগ পরীক্ষা হওয়ায় ভালো হয়েছে।
×