ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেশের ভাবমূর্তি বাড়াতে শুভেচ্ছা দূত হিসেবে কাজ করুন ॥ প্রবাসীদের প্রতি রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৮:৩৫, ২৯ ডিসেম্বর ২০১৬

দেশের ভাবমূর্তি বাড়াতে শুভেচ্ছা  দূত হিসেবে  কাজ করুন ॥ প্রবাসীদের প্রতি রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিদেশে দেশের ভাবমূর্তি বাড়াতে প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার সভাপতি এইচ এম ইকবালের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর বাসসর বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে চেম্বারের বিভিন্ন কর্মকা-ের বিষয়ে অবহিত করেন। তারা বলেন, কানাডায় বাংলাদেশী পণ্যের রফতানি বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে এবং এ ব্যাপারে সরকারের সহযোগিতা চান। আবদুল হামিদ বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে তাদের সহযোগিতার আশ্বাস দেন। ভিয়েতনাম ও মরক্কোর রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে বঙ্গভবনে ভিয়েতনাম ও মরক্কোর নবনিযুক্ত রাষ্ট্রদূতরা তাদের পরিচয়পত্র পেশ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান, বুধবার ভিয়েতনামের নবনিযুক্ত রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়ার সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিরাজ করছে এবং তা ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। ভিয়েতনামের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে। পরস্পরের স্বার্থে দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা বাড়ানোর লক্ষ্যে তিনি দু’দেশের সরকার এবং সরকারী ও বেসরকারী পর্যায়ে সফর বিনিময়ের আহ্বান জানান। ট্রান ভ্যান খোয়া বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ভিয়েতনাম। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভিয়েতনাম সফরের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এই সফরগুলোর মাধ্যমে বাংলাদেশ ও ভিয়েতনামের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। তিনি বাংলাদেশে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। পরে মরক্কোর নবনিযুক্ত রাষ্ট্রদূত মজিদ হালিম রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। মরক্কোর রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা প্রকাশ করেন, নবনিযুক্ত রাষ্ট্রদূতের মেয়াদকালে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। তিনি বলেন, অনেক আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ ও মরক্কো অভিন্ন মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গী পোষণ করে এবং অনুরূপ অবস্থান গ্রহণ করেছে। মজিদ হালিম বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে তিনি গুরুত্ব দেবেন।
×