ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অভিজিত রায় স্মরণে মুক্তচিন্তা স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন আজ

প্রকাশিত: ০৮:০৩, ২৯ ডিসেম্বর ২০১৬

অভিজিত রায় স্মরণে মুক্তচিন্তা স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন আজ

স্টাফ রিপোর্টার ॥ ব্লগার, বিজ্ঞানমনস্ক লেখক অভিজিত রায়ের স্মৃতিকে অম্লান করে রাখতে অভিজিত চত্বরে নির্মিত হতে যাচ্ছে মুক্তচিন্তা স্তম্ভ নামে স্মারক ভাস্কর্য। আজ বেলা ১২টায় ভাস্কর্যটির নির্মাণ কাজের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দীক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষক, বুদ্ধিজীবীসহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ। গত বছর ২৬ ফেব্রুয়ারি একুশের বইমেলা থেকে বাড়ি ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে খুনীদের অতর্কিত হামলার শিকার হন প্রগতিশীল লেখক অভিজিত রায় এবং তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। ঘটনাস্থলেই প্রাণ হারান অভিজিত, গুরুতর আহত হন বন্যা। তারপর একের পর এক চলতে থাকে এদেশের লেখক-প্রকাশক থেকে শুরু করে অসাম্প্রদায়িক প্রগতিশীল চিন্তাধারার মানুষকে টার্গেট করে হত্যা। ভিন্নমতের কণ্ঠকে রোধ করার বর্বরতা এক সময়ে শুরু হয় অভিজিত রায়ের নির্মম মৃত্যুর মধ্য দিয়ে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাঃ ইমরান এইচ সরকার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে যে স্থানটিতে আততায়ীর আঘাতে লেখক অভিজিত রায়ের কলমকে স্তব্ধ করে দেয়া হয়, সেই অভিজিত চত্বরেই তার স্মৃতি এবং মতপ্রকাশের অধিকারের সাক্ষ্য হয়ে থাকবে। তিনি বলেন, মানুষের স্বাধীনভাবে কথা বলা এবং চিন্তা করার অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে খুনীরা যে অন্ধকার সময়কে ডেকে আনার চেষ্টা করেছে সেই অন্ধকারকে দূরীভূত করে মতপ্রকাশের স্বাধীনতার জন্য জীবনদানের উজ্জ্বল দৃষ্টান্ত এই মুক্তচিন্তা স্তম্ভ থেকে ছড়িয়ে পড়ুক সারাদেশে, অনাগত সময়ে।
×