ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় ম্রমিক অসন্তোষ ॥ ১৫শ’ পোশাক শ্রমিক ছাঁটাই

প্রকাশিত: ০৭:৫৮, ২৯ ডিসেম্বর ২০১৬

আশুলিয়ায় ম্রমিক অসন্তোষ ॥ ১৫শ’ পোশাক শ্রমিক ছাঁটাই

অর্থনৈতিক রিপোর্টার ॥ সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ কেন্দ্র করে এ পর্যন্ত দেড়হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে। গত ২০ ডিসেম্বর পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ আশুলিয়ার ৫৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এর পাঁচ দিন পর গত বৃহস্পতিবার সব কারখানা খুলে দিলে শ্রমিকরা ওইদিনই কাজে যোগ দেয়। তবে অনেক শ্রমিকনেতা এখনও আটক রয়েছেন। শ্রমিক নেতারা জানিয়েছেন, শ্রমিক অসন্তোষ কেন্দ্র করে এ অঞ্চলের বিভিন্ন কারখানার ১ হাজার ৫৪৫ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এরমধ্যে বেরন এলাকার উইন্ডি গ্রুপের ১২১, আশুলিয়ার ফাউন্টেন কারখানার ১৩৫, নরসিংহপুর এলাকার হা-মীম গ্রুপের ৯৬, জামগড়া এলাকার দ্য রোজ গার্মেন্টের ২৩২ ও সর্বশেষ নরসিংহপুরের শারমিন গ্রুপের ১৪৩ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী সাময়িক বরখাস্ত করেছে কারখানা কর্তৃপক্ষ। মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গত ১১ ডিসেম্বর থেকেই আশুলিয়ার কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ বিরাজ করতে থাকে। যা ধীরে ধীরে ওই এলাকার সকল কারখানায় ছড়িয়ে পড়ে।
×