ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিক্রেতাশূন্য অবস্থায় ৭ কোম্পানির লেনদেন

প্রকাশিত: ০৬:৪৩, ২৯ ডিসেম্বর ২০১৬

বিক্রেতাশূন্য অবস্থায় ৭ কোম্পানির লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতার মধ্যে লেনদেন শেষ হয়েছে। এই দিনে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ প্রতিষ্ঠানের শেয়ারের বিক্রেতাশূন্য অবস্থায় লেনদেন হয়েছে। এগুলো হলো : সমতা লেদার, ইমাম বাটন, ইউনাইটেড এয়ার, আইসিবি থার্ড এনআরবি ফান্ড, আইসিবি ইসলামী ব্যাংক, পিএফ ফার্স্ট ফান্ড এবং শ্যামপুর সুগার। এদিকে সমতা লেদার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় অবস্থান করছে। আর ইউনাইটেড এয়ার টানা চার কার্যদিবস যাবত হল্টেড হচ্ছে। সূত্র মতে, শেষ বিকেল পর্যন্ত বিক্রেতার সঙ্কটে থাকা আইসিবি ইসলামী ব্যাংকের ক্রেতার ঘরে ১২ লাখ ৪৬ হাজার ৫৭৮টি শেয়ার ৪.৭০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘরে কাউকে খুঁজে পাওয়া যায়নি। শেয়ারটিতে লেনদেন হওয়া সর্বশেষ দর ৪.৭০ টাকা। আর আলোচিত সময়ে সমতা লেদারের ২৬ হাজার ৩৫১টি শেয়ার মোট ২৫ বার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ৭ লাখ ৫৪ হাজার টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×