ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগামী তিন মাসের মধ্যে নতুন পণ্য উৎপাদনে যাচ্ছে আরএসআরএম

প্রকাশিত: ০৬:৪২, ২৯ ডিসেম্বর ২০১৬

আগামী তিন মাসের মধ্যে  নতুন পণ্য উৎপাদনে যাচ্ছে আরএসআরএম

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ৩ মাসের মধ্যে নতুন পণ্য উৎপাদনে যাচ্ছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএম)। নতুন এই পণ্যটির নাম ঢচঙডঊজ ঞগঞ ৫০০ ড। এই পণ্যটি হবে বাজারে থাকা ইধৎ ঢ-চড়বিৎ ঞগঞ-৫০০-ড এর আপডেট ভার্সন। বুধবার আরএসআরএমের ৩১তম বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাকছুদুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ঢচঙডঊজ ঞগঞ ৫০০ড উৎপাদন কার্যক্রম শুরু করা কথা ছিল চলতি মাসে। কিন্তু টেকনিক্যাল কারণে নতুন মেশিনে স্থাপনে বিলম্ব হওয়ায় উৎপাদন শুরু করা যায়নি। আশা করছি, আগামী ৩ মাসের মধ্যে কার্যক্রম শুরু হবে। আরএসআরএমের সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৪৫ পয়সা। ৩০ জুন ২০১৬ সমাপ্ত বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ আর ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। আজকের সভায় এই লভ্যাংশ অনুমোদন করে শেয়ারহোল্ডাররা। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান শামসুন নাহার রহমান, ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাকছুদুর রহমান, পরিচালক মোঃ ইউনুস ভুঁইয়া, পরিচালক মোঃ মিজানুর রহমান, পরিচালক মারজানুর রহমান, স্বতন্ত্র পরিচালক ড. জামালউদ্দীন আহমেদ ও কোম্পানির সচিব জাফর ইমামসহ কোম্পানির শেয়ারহোল্ডাররা।
×