ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৫ হাজার পয়েন্টের ওপরই থাকল বাজারের সূচক

প্রকাশিত: ০৬:৪২, ২৯ ডিসেম্বর ২০১৬

৫ হাজার পয়েন্টের ওপরই থাকল বাজারের সূচক

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ফলে প্রধান বাজারের সূচকটি বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক সীমা ৫ হাজার পয়েন্টের ওপরই থাকল। তবে ডিসেম্বর ক্লোজিংয়ের শেষে দিকে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ার কারণে ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৯৩৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২৭২ কোটি ৬ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে এক হাজার ২১০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮০৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইফাদ অটোস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, সেন্ট্রাল ফার্মা, লঙ্কা বাংলা ফাইন্যান্স, এ্যাপোলো ইস্পাত, কেয়া কসমেটিকস, সিএমসি কামাল, স্কয়ার ফার্মা, সামিট পোর্ট এলায়েন্স ও বেক্সিমকো। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, সিএমসি কামাল, মোজাফফর হোসেন স্পিনিং, আইসিবি তৃতীয় এনআরবি, পিএফআই ১ম মিউচুয়াল ফান্ড, ইফাদ অটোস, ফু-ওয়াং সিরামিক ও আইসিবি এএম সিএল মিউচুয়াল ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : মডার্ন ডাইং, এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ড, এমারেল্ড ওয়েল, স্ট্যান্ডার্ড সিরামিক, অগ্রণী ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল ও সানলাইফ ইন্স্যুরেন্স ও গ্রামীণ এস২। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৭০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সিটি ব্যাংক, আরএসআরএম স্টিল, মার্কেন্টাইল ব্যাংক, জেনারেশন নেক্সট ফ্যাশন, সায়হাম কটন, কেয়া কসমেটিকস, ফু-ওয়াং সিরামিক, লাফার্জ সুরমা সিমেন্ট, মোজাফফর হোসেন স্পিনিং ও পেনিনসুলা চট্টগ্রাম।
×