ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রুহুল আমিন ভুইয়া

একগুচ্ছ সিনেমা নিয়ে আইরিন

প্রকাশিত: ০৬:৩৭, ২৯ ডিসেম্বর ২০১৬

একগুচ্ছ সিনেমা নিয়ে আইরিন

নবীন প্রজন্মের জনপ্রিয় মডেল-অভিনেত্রী আইরিন সুলতানা। রূপ-মাধুর্যের কল্যাণে স্বল্পসময়ের মধ্যেই দর্শকহৃদয় জয় করে নেয়া তরুন নায়িকা। মডেলিং ও অভিনয়ে সমান দক্ষতার প্রমাণ দিয়ে চলা এক অপ্সরা। সদ্য ‘এক পৃথিবী প্রেম’ সিনেমা নিয়ে যিনি মাতিয়েছেন ঢালিউড। এখন পর্যন্ত চিত্রনায়িকা আইরিন অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ সিনেমা নিয়ে এক বছরেরও বেশি সময় পর দর্শকের সামনে উপস্থিত হয়েছেন আইরিন। দেশজুড়ে মুক্তি পেয়েছে আইরিনের অনবদ্য অভিনয়ের এই সিনেমাটি। এতে আইরিন অভিনয় করেছেন ‘আলো’ চরিত্রে। একবছর পর নিজের অভিনীত কোন সিনেমা মুক্তি পেয়েছে। আর এ নিয়ে এই মুহূর্তে দারুণ উচ্ছ্বসিত আইরিন। ছবি এবং সমসাময়িক বিষয় নিয়ে তার সঙ্গে আলাপচারিতা। ‘আয়নাবাজি’ সিনেমার সাফল্যকে স্বাগত জানাতে এবং হল মালিক বুকিং এজেন্টদের অনুরোধে নিজের সিনেমার মুক্তি থেকে পিছিয়ে পড়েন অলিক। কিন্তু এবার আর পিছু হটা নয়। এবার নিজের সিনেমা নিয়েই দর্শকের সামনে এসেছেন এস এ হক অলিক। তার নির্মিত আইরিন অভিনীত ‘এক পৃথিবী প্রেম’-এ নতুন এক আইরিনকে দেখবেন বলেও জানান অলিক। অলিক বলেন, আমি এর আগে আইরিন অভিনীত কয়েকটি সিনেমাতে তার অভিনয় দেখেছি। তার অভিনয় দেখেই কিন্তু আমার সিনেমাতে তাকে নেয়া। কিন্তু আমার সিনেমাতে দর্শক নতুন এক আইরিনকে খুঁজে পাবেন। আমার বিশ্বাস তার অভিনয়ে দর্শক মুগ্ধ হবেন, তার চোখের জলে দর্শকও চোখ ভেজাবেন। নতুন করে দর্শক সত্যিকারের অভিনেত্রী আইরিনকে খুঁজে পাবেন। শুধু তাই নয় এটি একটি পারিবারিক গল্পের সিনেমা। তাই যেসব সিনেমা হলে পরিবারের সবাইকে নিয়ে সিনেমাটি দেখার পরিবেশ আছে সেসব সিনেমা হলেই এটি মুক্তি পাবে। ‘এক পৃথিবী প্রেমে’ আপনার চরিত্র সম্পর্কে আইরিনের কাছে জানতে চাই? তিনি জানান, ‘আমার চরিত্রের নাম আলো। অনাথ একটি মেয়ে। যে কিনা বেড়ে উঠেছে এক বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রমে যারা থাকেন তাদের দেখাশোনা করে থাকে অনাথ মেয়েটি।’ এরপর প্রশ্ন করি, ‘নতুন মুখ আসিফের সঙ্গে আপনার বোঝাপড়াটা কেমন ছিল?’ তিনি জানান, ‘আমরা খুবই ফ্রেন্ডলি। আসলে আমাদের দুজনের ভেতরে নিজেদের বুঝতে পারার ব্যাপারটা ছিল। বিশ্বাস ছিল, ভাল কিছু করতে পারব। দুজনের মধ্যে রসায়নটা ছিল চমৎকার।’ জানতে চাই, ‘এই চলচ্চিত্রে কাজ করতে গিয়ে কোন ঘটনা মনে পড়ে কি?’ তিনি জানান, ‘আগুনের একটি দৃশ্য করতে গিয়ে আমি আর শর্মিলী আন্টি দুর্ঘটনায় পড়ি। ঠাণ্ডার সময় শূটিং হয়েছিল। চারদিকে কুয়াশায় ভরা ছিল। সব বাড়িতে আগুন দিয়ে দেয়া হলো। ওর মধ্য থেকে আমি শর্মিলী আন্টিকে বাঁচাব এমন একটি দৃশ্য। কিন্তু একপর্যায়ে আমরা দুজনে ধপাস করে পড়ে যাই। আমি আর আন্টি প্রচণ্ড আঘাত পেয়েছিলাম। অনেকক্ষণ শূটিং অফ ছি।’ ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রে এমন কী রয়েছে যার জন্য দর্শক হলমুখী হবে? প্রথমত সামাজিক একটি গল্প। একটা ভাল মেসেজ আছে। আমরা বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই। অর্থাৎ যে কোন চলচ্চিত্র দর্শকদের একটি গুরুত্বপূর্ণ তথ্য ডেলিভারি করে। সেই হিসেবে এটির মধ্যেও সামাজিক দায়বদ্ধতার একটা জায়গা আপনি সহজেই অনুমান করতে পারবেন। অন্যদিকে, এটি রোমান্টিক ধরনের, ভিন্ন আঙ্গিকের একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের কাছে প্রত্যাশা কেমন? যেহেতু এই চলচ্চিত্রের গল্প, স্টোরি লাইন আপ, মেকিং সব কিছুই গতানুগতিক ধারার বাইরে। তাই আশাটাও কিছুটা ভিন্ন। আইরিন আরো জানান, ‘আমি নিজেকে একজন দর্শক হিসেবেই যদি দেখি, তবে বলতে হয় এই সিনেমার গল্প আলাদা। পরিচালনায় রয়েছে মুনশিয়ানা, ভিন্ন আঙ্গিকে এই চলচ্চিত্রের প্লট ও কারেক্টার সাজানো। কারণ বৃদ্ধাশ্রম নিয়ে এমন চলচ্চিত্র ভাবনা সত্যিই অসাধারণ লাগবে দর্শকদের। এছাড়াও এস এ হক অলিকের মতো একজন স্বনামধন্য পরিচালকের কাজ। সঙ্গে আসিফ নতুন মুখ হলেও অনেক চেষ্টা করেছে দর্শকদের জন্য ভাল কিছু দেয়ার। আমরা আশাবাদী, দর্শক আমাদের ভালভাবে গ্রহণ করবে। আইরিন আরও বলেন, ‘অলিক ভাই আমাকে এই সিনেমাতে অভিনয়ে দারুণভাবে সহযোগিতা করেছেন। আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে চরিত্রটি নিয়ে তার সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করি আমি। সব মিলিয়ে আমার চরিত্রটি আমি যথাযথভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি।’ সিনেমাতে সিনিয়র শিল্পী যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই আমাকে খুব সহযোগিতা করেছেন। আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, এটিএম শামুসজ্জামান, আবুল হায়াত, আমিরুল হক চৌধুরী, শর্মিলী আহমেদ, বিপাশা কবির প্রমুখ। এছাড়া চিত্রনায়িকা আইরিনের হাতে এখন প্রায় হাফডজন সিনেমা। তারমধ্যে কয়েকটি সিনেমা সেন্সর সার্টিফিকেট পেয়েছে, কয়েকটি সিনেমার শূটিং চলছে, কয়েকটির শূটিং শেষ হয়েছে, আবার কোনটি শিগগিরই মুক্তি পাচ্ছে। একেবারেই নতুন শূটিং শুরু হওয়া সিনেমার মধ্যে রয়েছে পলাশের ‘গন্তব্য’। এতে আইরিনের বিপরীতে আছেন চিত্রনায়ক ফেরদৌস। এরই মধ্যে সিনেমাটির আশি ভাগের শূটিং সম্পন্ন হয়েছে মানিকগঞ্জে। আইরিন অভিনীত আকাশ আচার্য পরিচালিত ‘মায়াবিনী’ ও গাজীউর রহমান পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ সেন্সর সার্টিফিকেট লাভ করেছে। শূটিং শেষ হয়েছে সাইফ চন্দনের ‘টার্গেট’ ও ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘শেষ কথা’। আইরিন বলেন, ‘বেশ কয়েকটি সিনেমা মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। ভাবতে বেশ ভাল লাগছে যে আমার অভিনীত সবগুলো সিনেমারই গল্প খুব ভাল। আমিও অভিনয় করে বেশ তৃপ্ত। প্রতিটি সিনেমায় আমি আমার নিজেকে আলাদাভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। তবে এই মুহূর্তে আমার ভাবনাজুড়ে ‘এক পৃথিবী এক প্রেম’। আইরিন অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে দেবাশীষ বিশ্বাসের ‘ভালবাসা জিন্দাবাদ’, আলভী আহমেদ’র ‘ইউটার্ন’ ও সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল-তাবোল মেয়েটি পাগল পাগল’। তিনটি সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ, আরশাদ আদনান ও আরজু খান।
×