ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারত ভ্রমণ

আগামী মাস থেকে ই-টোকেন ছাড়া ভিসা আবেদনপত্র জমা দেয়া যাবে

প্রকাশিত: ০৬:৩৫, ২৯ ডিসেম্বর ২০১৬

 আগামী মাস থেকে ই-টোকেন ছাড়া ভিসা আবেদনপত্র জমা দেয়া যাবে

কূটনৈতিক রিপোর্টার ॥ আগামী ১ জানুয়ারি থেকে ভারতে যেতে আগ্রহী বাংলাদেশীরা ই-টোকেন বা এ্যাপয়েন্টমেন্ট তারিখ ছাড়াই ভিসা আবেদনপত্র জমা দিতে পারবেন। এক্ষেত্রে বিমান, ট্রেন বা বাসের টিকেটসহ ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে হবে। বুধবার ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভারতীয় ভিসা প্রাপ্তি প্রক্রিয়া সুবিন্যস্ত, উন্মুক্ত ও সহজ করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে ভারতীয় হাইকমিশন বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ভারতে ভ্রমণেচ্ছুরা ভ্রমণের টিকেটসহ তাদের পূরণকৃত ভিসা আবেদনপত্র আইভিএসি মিরপুর, আলামিন আপন হাইটস, ২৭/১/বি (২য় তলা), শ্যামলী (শ্যামলী সিনেমা হলের বিপরীতে), মিরপুর রোডে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত জমা দিতে পারবেন। আবেদনের জন্য নিশ্চিত বিমান, ট্রেন বা বাসের টিকেটসহ নারী ভ্রমণকারী ও তাদের নিকটতম পরিবারের সদস্যদের এ্যাপয়েন্টমেন্ট ছাড়া সরাসরি আবেদনপত্র জমাদানের স্কিমটি আইভিএসি উত্তরার পরিবর্তে ১ জানুয়ারি থেকে আইভিএসি মিরপুর কেন্দ্রে অব্যাহত থাকবে।
×