ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বছরের শেষ এ্যালবাম ‘সিলসিলা’

প্রকাশিত: ০৬:৩২, ২৯ ডিসেম্বর ২০১৬

বছরের শেষ এ্যালবাম ‘সিলসিলা’

স্টাফ রিপোর্টার ॥ অডিও বাজারে এ বছর যুক্ত হয়েছে নতুন কালচার। তিন গানের ‘ইপি’ অথবা এক গানের ‘সিঙ্গেল’ এ্যালবামের বিষয়টি এ বছর ছিল আলোচনার বিষয়! এমন ধারা চলেছে বছরজুড়েই। তবে বছর শেষে সেই ধারায় খানিক পরিবর্তন এলো ‘সিলসিলা’ এ্যালবামের মাধ্যমে। সিএমভির ব্যানার থেকে এ্যালবামটি প্রকাশ পেয়েছে। ফিজিক্যাল এ্যালবামের পাশাপাশি গানগুলো ডিজিটাল মাধ্যমেও পাওয়া যাচ্ছে বিভিন্ন মিউজিক্যাল এ্যাপসে। অনেকদিন পর গান বাজারে পূর্ণাঙ্গ কোনো গানের এ্যালবাম প্রকাশ পেল। এ্যালবামে কণ্ঠ দিয়েছেন উদীয়মান লোকঘরানার কণ্ঠশিল্পী নয়ন। এতে গান রয়েছে মোট ৮টি। ড. শামসুজ্জামান তুষারের কথায় গানগুলোর সুর করেছেন নাজির মাহমুদ এবং সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানের শিরোনামগুলো হলো ‘চারি পায়ের এক বাহন’, ‘আমার মুর্শিদের রূপ’, ‘মন কী থাকে দেহে’, ‘না বুঝে না শুনে’, ‘অন্তর দিয়ে যাকে তুমি’, ‘ধন্য ধন্য মেরা সিলসিলা’, ‘দে দে পাল তুলে দে’, ‘আর কী পাশা খেলবো’ প্রভৃতি। এ্যালবাম প্রসঙ্গে শিল্পী নয়ন বলেন, এখন তো পূর্ণাঙ্গ একক এ্যালবাম বেরই হয় না। যেটা আমাদের গান পিপাসুদের জন্য কিছুটা কষ্টের। সেক্ষেত্রে একটা পূর্ণাঙ্গ এ্যালবাম প্রকাশ করতে পেরে ভাল লাগছে। এজন্য এ্যালবামের গীতিকবি ড. শামসুজ্জামান তুষার ভাইকে অনেক ধন্যবাদ। আশা করছি গানগুলো শ্রোতাদের ভাল লাগবে।
×