ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবার শিরোনামে গাজ্জা

প্রকাশিত: ০৬:২১, ২৯ ডিসেম্বর ২০১৬

আবার শিরোনামে গাজ্জা

স্পোর্টস রিপোর্টার ॥ অতিরিক্ত মদ্যপ অবস্থায় মারামারি বাধিয়ে হাসপাতালে গেলেন সাবেক ইংলিশ ফুটবলার পল গ্যাসকোয়েন। যিনি গাজ্জা নামে সমধিক পরিচিত। বুধবার ইস্ট লন্ডনের এক হোটেল বারে মাত্রাতিরিক্ত মদ পান করে সেখানে উপস্থিত অন্য কাস্টমারের সঙ্গে বিগ্ত-ায় জড়িয়ে পড়েন। পরে সেটি হাতাহাতি মারামারিতে রূপ নেয়। হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। ডেইলি মিররের খবরে বল হয়েছে, গাজ্জাকে গ্রেফতার করা হয়নি। সতর্ক করে দেয়ার পর হাসপাতালে পাঠানো হয়েছে। মাথায় আঘাত পেয়েছেন তিনি। ৪৯ বছর বয়সী সাবেক তুখোড় ইংল্যান্ড ফুটবলারের বাজে ব্যবহারের কারণে সংবাদ শিরোনামে আসার ঘটনা এই প্রথম নয়। এর আগে বউ পিটিয়ে, বর্ণবাদী মন্তব্য করে একাধিকবার খবরে আসেন। এ জন্য একাধিকবার জরিমানাও গুনতে হয়। ইংলিশ ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার পল গ্যাসকোয়েনের জন্ম ১৯৬৭ সালের ২৭ মে মাসে। জন্মস্থান ইংল্যান্ডের গ্যাটেশেডের ডানস্টনে। শৈশব থেকেই ফুটবলের প্রতি অনুরাগ। স্কুলে পড়ার সময়ই স্থানীয় রেঢুবার্গ ক্লাবের হয়ে খেলা শুরু করেন। ১৯৮৩ সালে প্রিমিয়ার লীগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের যুবদলের হয়ে খেলার সুযোগ পান। এর দু’বছর পরই ক্লাবটির সিনিয়র ক্লাবে খেলার জন্য চুক্তিবদ্ধ হন। খেলেন টোটেনহ্যাম (১৯৮৮-৯২), ল্যাজিও (১৯৯২-৯৫), রেঞ্জার্স (১৯৯৮-৯৮), মিডলসবার্গ (১৯৯৮-২০০০), এভারটন (২০০০-০২), বার্নলে (২০০২), গানসু তিয়ানমা (২০০৩) এবং বোস্টন ইউনাইটেড (২০০৪)। ক্লাব ক্যারিয়ারে মোট ৪৬৮ ম্যাচে ১১০ গোল করেন তিনি। জাতীয় দলের হয়ে খেলেন ১৯৮৮-৯৮ পর্যন্ত। ৫৭ ম্যাচে করেন ১০ গোল। ১৯৯৮ সাল থেকেই মাদকাসক্ত হয়ে পড়েন। অনেকের মতে, এ কারণেই ক্যারিয়ারটা আরও সমৃদ্ধ করতে পারেননি। মাতাল হয়ে অনেক কা-ই ঘটিয়েছেন। স্ত্রীকে মারধর, গাড়ি চালিয়ে এ্যাক্সিডেন্ট করা, পানশালায় মারামারি করা, পুলিশকে হুমকি দেয়া...। অনেকবারই মরতে বসেছেন মদ খেয়ে। কিংবদন্তিতুল্য গাজ্জা তারপরও বদ অভ্যাস ছাড়তে পারেননি।
×