ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় দিনে তিন শতক

প্রকাশিত: ০৬:২১, ২৯ ডিসেম্বর ২০১৬

দ্বিতীয় দিনে তিন শতক

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন এলইডি টিভি ১৮তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের প্রথমদিনে শুধু রকিবুল হাসান শতক হাঁকাতে পেরেছিলেন। দ্বিতীয় দিনে তিনটি শতক হয়েছে। রংপুরের নাসির হোসেন, ঢাকা বিভাগের সাইফ হাসান ও চট্টগ্রামের তাসামুল হক শতক করেছেন। তাদের শতকগুলোতে দলগুলোও ভাল অবস্থানেই আছে। সিলেটের বিপক্ষে রংপুর ৯৭ রানে পিছিয়ে রয়েছে। তবে নাসিরের ১০৫ রানেই ইনিংসে পিছিয়ে থাকার ব্যবধানটা কমেছে। রকিবুলের পর ঢাকা বিভাগের অনুর্ধ-১৯ দলের অধিনায়ক সাইফ হাসানও ১০৯ রানের ইনিংস খেলেন। তাতে বিশাল স্কোর গড়ে দিনশেষে ঢাকা বিভাগ খুলনার চেয়ে ১৭১ রানে এগিয়ে রয়েছে। রাজশাহীর বিপক্ষে চট্টগ্রাম এগিয়ে রয়েছে ৯২ রানে। সেটি সম্ভব হয়েছে তাসামুলের ১০৪ রানের ইনিংসে। দ্বিতীয় দিনে আরেকটি ম্যাচে ঢাকা মেট্রোর চেয়ে ১২৭ রানে পিছিয়ে রয়েছে বরিশাল। প্রথম স্তর ॥ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অনুর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেটে সেমিফাইনাল খেলে দেশে ফেরা বাংলাদেশ যুব দলের অধিনায়ক সাইফ হাসান মঙ্গলবার ৮৯ রানে অপরাজিত ছিলেন। বুধবার শতকই করে ফেলেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম শতকটি পেয়েছেন। ২৩৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ১০৯ রান করেছেন। প্রথমদিন ৪ উইকেটে ৩০৩ রান করেছিল ঢাকা বিভাগ। দ্বিতীয় দিন ৩৬৬ রানে অলআউট হয়ে যায়। এরপর ৫ উইকেটে ১৯৫ রান করে খুলনা। তুষার ইমরান ৭১ রান করে অপরাজিত আছেন। প্রথম স্তরের আরেক খেলায় প্রথমদিন ঢাকা মেট্রো ৭ উইকেটে ২৫৫ রান করেছিল। দ্বিতীয় দিনে ২৯২ রান করে অলআউট হয়। এরপর বরিশাল ৫ উইকেটে ১৬৫ রান করে। দ্বিতীয় স্তর ॥ চট্টগ্রামে রাজশাহীকে বিপদে ফেলে দিয়েছে চট্টগ্রাম। প্রথমদিন ৮ উইকেটে ২৭৭ রান করেছিল। তাসামুল হক ৮৯ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে তাসামুল ২৫১ বলে ১২ চার ও ১ ছক্কায় ১০৪ রান করেন। তার শতকের সঙ্গে শতক না পাওয়ার আক্ষেপে পোড়া ইরফান শুকুরের ৯০ রানে ৩১৫ রান করে অলআউট হয় চট্টগ্রাম। জবাবে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২২৩ রান করে রাজশাহী বিপাকে আছে। আরেক ম্যাচে বিপত্তির মধ্যেই পড়ে আছে সিলেট। প্রথমদিন ৬ উইকেটে ২০৩ রান করেছিল সিলেট। দ্বিতীয় দিন ২৭২ রান করে অলআউট হয়। রংপুর প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান করে। নাসির দুর্দান্ত ব্যাটিং করেন। ১৮ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটিংয়ে নামেন। ১০৭ রানে ৫ উইকেটও পড়ে। কিন্তু নাসির ঠিকই উইকেট আঁকড়ে থাকেন। ১৬০ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১০৫ রান করে এখনও অপরাজিত আছেন। তার ব্যাটিংয়েই লড়াই করছে রংপুর।
×