ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোনাল্ডোর মুকুটে আরেকটি পালক

প্রকাশিত: ০৬:২১, ২৯ ডিসেম্বর ২০১৬

রোনাল্ডোর মুকুটে আরেকটি পালক

স্পোর্টস রিপোর্টার ॥ বছরের শেষেও রোনাল্ডোর মুখে হাসি! ২০১৬ সালের গ্লোব সকার এ্যাওয়ার্ডও যে নিজের শোকেসে তুলেছেন সি আর সেভেন। আর কোচ হিসেবে সেরা নির্বাচিত হয়েছেন ইউরোজয়ী ফার্নান্দো সান্তোস। মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত এবারের এ্যাওয়ার্ড অনুষ্ঠানটি ছিল সপ্তম আসর। এর আগে এ মাসের শুরুতেই ক্যারিয়ারের চতুর্থবারের মতো ব্যালন ডি অর জয় করেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। চলতি বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো দেশকে শিরোপার স্বাদ উপহার দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর রিয়ালকে রেকর্ড ১১ বারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জেতাতেও সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। শুধু তাই নয়, স্প্যানিশ সুপার কাপ জয়ের পাশাপাশি সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপেও দলকে চ্যাম্পিয়ন করন রোনাল্ডো। এর চেয়ে কী আর ভাল বছর যেতে পারে? রোনাল্ডোর জন্য আসলেই সোনায় মোড়ানো একটি বছর কেটেছে। এ বিষয়ে রেকর্ড করা এক ভিডিও বার্তায় রোনাল্ডো তার পুরো বছরের সাফল্যও তুলে ধরেছেন। সি আর সেভেন বলেন, ‘রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়ন্স লীগ জিতেছি। প্রথমবারের মতো পর্তুগালের জাতীয় দলের হয়ে মেজর শিরোপা জিতেছি। এরপর আমি ব্যালন ডি অর এবং ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ পেয়েছি। আসলেই এর চেয়ে আর বেশি প্রত্যাশা করতে পারি না।’ এ বছরটাকে ক্যারিয়ারের সেরা বলেও মন্তব্য করেছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফুটবলার। রোনাল্ডোর মতে, ‘সম্ভবত এই বছরটিই ছিল ক্যারিয়ারের সেরা সময়। এখনও অনেকেই আমার কিংবা আমার ক্লাব রিয়াল মাদ্রিদ ও দেশ পর্তুগালের বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। আপনাদের সামনে এখন প্রমাণ আছে। আমি সবকিছু জিততে পারি। সত্যিই অসাধারণ একটা বছর। আমি খুবই খুশি।’ রোনাল্ডোর এই অর্জনে ভূমিকা রেখেছেন তার ক্লাব ও জাতীয় দলের সতীর্থরাও। তাই কৃতজ্ঞতা প্রকাশ করতে মোটেও ভুল করেননি এই তারকা। রোনাল্ডো বলেন, ‘আমি আমার জাতীয় দল ও ক্লাব সতীর্থদেরও ধন্যবাদ জানাতে চাই।’ ভিডিও বার্তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নতুন বছরেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবেন বলে কথা দিয়েছেন। বছরের শেষ মুহূর্তে লা লিগায় চলছে বিরতি। এই সুযোগে রোনাল্ডো তার দেশে ফিরে গেছেন। সেখানে কিছুটা সময় থাকার পর আবারও মাদ্রিদে ফেরার কথা তার। লা লিগায় এবার দুর্দান্ত খেলছে তার দল রিয়াল। হারানো শিরোপা পুনঃরুদ্ধারেরও স্বপ্ন দেখছে রিয়াল। কেননা জিনেদিন জিদানের অধীনে ২০১৬ সালে তিনটি শিরোপা জিতেছে রিয়াল। এখন লা লিগার ট্রফি জেতাটায় ফরাসী কিংবদন্তির বড় চ্যালেঞ্জ। ফ্রান্সের অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপে পর্তুগালকে শিরোপা উপহার দেয়ার নেপথ্য কারিগর ৬২ বছর বয়সী সান্তোস সেরা কোচের খেতাব জয় করেছেন। এদিকে বর্ষসেরা ক্লাবের ট্রফি ঘরে তুলেছে চ্যাম্পিয়ন্স লীগ বিজয়ী স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বর্তমান কোচ উনাই এমেরি পার্ক ডি প্রিন্সেসে মৌসুমের মাঝামাঝিতে চাপের মধ্যে রয়েছেন। যদিও ফ্রান্সে পাড়ি জমানোর আগে সেভিয়াকে টানা তৃতীয়বারের মতো ইউরোপা লীগের শিরেপা দিয়ে গেছেন। তিনিও সেরা কোচের বিশেষ এ্যাওয়ার্ড জিতেছেন। ক্যারিয়ারে অসাধারণ কৃতিত্বের জন্য ক্যামেরুনের সাবেক তারকা ফুটবলার স্যামুয়েল ইতোও বিশেষ পুরস্কার পেয়েছেন।
×