ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুই সপ্তাহ মাঠের বাইরে মুশফিক

প্রকাশিত: ০৬:১৯, ২৯ ডিসেম্বর ২০১৬

দুই সপ্তাহ মাঠের বাইরে মুশফিক

স্পোর্টস রিপোর্টার ॥ দ্বিতীয় ওয়ানডের আগেরদিন স্ক্যান করার কথা ছিল অথচ বাঁ পায়ের পেশীতে যে টান পড়েছে মুশফিকুর রহীমের, তার স্ক্যানই করা যায়নি। স্ক্যান করার আগে যতটুকু সুস্থ হওয়া লাগে, তা হতে পারেননি। স্ক্যান হবে আজ। তাতেই বোঝা যাচ্ছে, দ্বিতীয় ওয়ানডে যে খেলা হচ্ছে না। আরও বড় দুঃসংবাদ আছে। সেটি কী? নিশ্চিতভাবে দুই সপ্তাহ মাঠের বাইরে চলে গেছেন মুশফিক। তাতে ৩১ ডিসেম্বর শেষ হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও ৮ জানুয়ারি শেষ হতে যাওয়া টি২০ সিরিজে খেলা হচ্ছে না মুশফিকের। সুস্থ হতেই যেহেতু ১০ জানুয়ারির মতো সময় লাগবে, তাই সুস্থ হয়েই তো আর মাঠে নামতে পারবেন না। আরও কিছুটা দিন সময় দিতে হবে আর তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ জানুয়ারি শুরু হওয়ার অপেক্ষায় থাকা প্রথম টেস্ট খেলাও অনিশ্চিত এ নির্ভরযোগ্য ব্যাটসম্যানের। প্রথম ওয়ানডেতে মুশফিক যখন ৪২ রান করেন, তখনই ইনজুরিতে পড়েন। ৩৮তম ওভারে দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে ঘটনাটি ঘটে। বাঁ পায়ের পেশীতে টান লাগে তার। পরের ওভারে আবার রান নেয়ার সময় ড্রাইভ দেন। ড্রাইভ দিতে গিয়ে আবারও চোট পান। পরে মাঠ ছাড়েন ফিজিওর সঙ্গে। প্রথম ওয়ানডে শেষপর্যন্ত ৭৭ রানে হারে বাংলাদেশ। ম্যাচ শেষে তাৎক্ষণিকভাবে মুশফিকের ইনজুরি নিয়ে বাংলাদেশ ওয়ানডে ও টি২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন, ‘বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। আপাতত বরফ দিয়ে রাখা হচ্ছে এবং পর্যবেক্ষণ করা হচ্ছে। দু’দিন পর পরিস্থিতি বুঝে স্ক্যান করা হবে।’ প্রথম ওয়ানডে হয় সোমবার। হিসেব অনুযায়ী বুধবার স্ক্যান করানোর কথা ছিল। কিন্তু সেটি করা যায়নি। এমনকি দ্বিতীয় ওয়ানডের আগেরদিন জাতীয় দলের সঙ্গে অনুশীলনেও যোগ দেননি মুশফিক। তাতেই শঙ্কা জাগে। প্রধান কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে কোন ধরনের সাসপেন্সে রাখেননি। মুশফিকের দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার বিষয়টি জানিয়ে দেন সরাসরি। হাতুরাসিংহে বলেন, ‘আমাদের অবশ্যই সপ্তাহ দু-এক অপেক্ষায় থাকতে হবে। এর আগে মুশফিকের চোট সেরে গেলে সেটি হবে বাড়তি পাওয়া।’ সঙ্গে আক্ষেপও ঝরে কোচের কণ্ঠে, ‘মুশফিক দীর্ঘদিন ধরেই তিন সংস্করণেই আমাদের দলের অন্যতম সেরা পারফর্মার। ব্যাটসম্যান হিসেবে তো বটেই, উইকেটকিপার হিসেবেও। তাকে হারানোটা অবশ্যই বড় এক ধাক্কা। তবে খেলোয়াড়দের চোট খেলার অবিচ্ছেদ্য অংশই।’ কোচ জানান, স্ক্যান না করলেও ‘হ্যামস্ট্রিং টিয়ার’ বোঝা যাচ্ছে। স্ক্যানের পর জানা যাবে বিস্তারিত। প্রথম ওয়ানডে দেখেই বোঝা গেছে, নিউজিল্যান্ড সফরটি বাংলাদেশের জন্য কতটা কঠিন হতে চলেছে। দ্বিতীয় ওয়ানডেতে জিততে হলে বাংলাদেশকে অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আবার থাকছেন না দলের সেরা ব্যাটসম্যান মুশফিক। চ্যালেঞ্জ যে আছে, তা বুঝতে পারছেন হাতুরাসিংহেও। তাই নিউজিল্যান্ডে গিয়ে একটি নয়, আরও বেশি প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভালো হতো বলেই মনে করছেন কোচ, ‘দীর্ঘদিন পর দেশের বাইরে খেলছি। সেটিও নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে। মানিয়ে নেয়ার ব্যাপার আছে। দেশের মাটিতে অনেক ক্রিকেট খেলেছে ছেলেরা। এখানে এসে ধাক্কা খাওয়া স্বাভাবিক। এখানে মাত্র একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পেরেছি আমরা। আরও প্রস্তুতি ম্যাচ পেলে ভাল হতো। কিন্তু কিছু করার নেই। অজুহাতও দিচ্ছি না।’ দ্বিতীয় ওয়ানডে নিয়ে হাতুরাসিংহে জানান, ‘প্রথম ওয়ানডেতে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। কালকে (আজ) সেসব করতে হবে।‘ নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে ২০১০ সালের পর খেলছে বাংলাদেশ। প্রায় সাত বছরের কাছাকাছি সময় হয়ে গেছে। আবার দুইবছর পর কোন বিদেশী মাটিতে সিরিজ খেলছে বাংলাদেশ। এতদিন পর নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে খেলতে গিয়ে কি ভাল কিছু করা সম্ভব? দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেটি নেলসনে হবে। যেখানে গতবছর বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। সেই স্মৃতিই হাতুরাসিংহেকে আশাবাদী করে তুলেছে। বলেছেন, ‘ইতিহাস বলছে এই মাঠে আমরা ভাল খেলেছি। ব্যাপারটা দারুণ উৎসাহ দেয়ার মতো। খুব বেশি দিন আগের ঘটনাও নয়। এই দলের বেশিরভাগ খেলোয়াড়ই ওই ম্যাচটায় ছিল। এটা তো তাদের জন্য দারুণ একটা স্মৃতিই।’ প্রথম ওয়ানডের ব্যাটিং থেকেও আত্মবিশ্বাস পাচ্ছেন কোচ, ‘যদিও আমরা ব্যাটিংয়ের সময় প্রথম ম্যাচে খুব দ্রুত দুটি উইকেট হারিয়েছি। কিন্তু ২৭০-এর কাছাকাছি রান আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। যদিও ম্যাচটা হেরেছি। কিন্তু এই ম্যাচে পাওয়া আত্মবিশ্বাস নিয়েই নেলসনে মাঠে নামছি আমরা।’ হাতুরাসিংহে আশা দেখাচ্ছেন। কিছু একটা হতে পারে। কিন্তু সত্যিই কী তা সম্ভব? এখন তো আরও অসম্ভব হয়ে উঠেছে। ইনজুরিতে পড়ে মুশফিকও নেই। দলের সেরা ব্যাটসম্যানকে ছাড়া খেলতে হবে দলকে। শুধু দ্বিতীয় ওয়ানডেই নয়, ওয়ানডে সিরিজ ও টি২০ সিরিজও খেলতে পারবেন না মুশফিক। দুই সপ্তাহ মাঠের বাইরে ছিটকে পড়েছেন।
×