ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজৈরে গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ

প্রকাশিত: ০৬:১৯, ২৯ ডিসেম্বর ২০১৬

রাজৈরে গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৮ ডিসেম্বর ॥ মঙ্গলবার রাত ১২টার দিকে রাজৈর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের গৃহবধূ শিলা রানী মল্লিককে লক্ষ্য করে এসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। এতে শিলার বাম হাতের কনুইর কিছু অংশ এসিডে ঝলসে গেছে বলে তার দাবি। তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিলা রানী মল্লিক জানান, জমিজমা ও পূর্বশত্রুতার জের ধরে তার দেবর প্রণব মল্লিক, সুধন্য মল্লিক, উত্তম মল্লিক ও তাদের স্ত্রীরা মিলে মঙ্গলবার রাত ১২টার দিকে পিঠা বানানোর সময় শিলাকে সিরিঞ্জ দিয়ে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে তার বাম হাতের কনুইর কিছু অংশ এসিডে ঝলসে যায়। ট্রেনের ধাক্কায় অটোরিক্সা যাত্রী মা-মেয়ে নিহত ॥ আহত দুই স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বিবিরহাট এলাকায় শাটল ট্রেনের ধাক্কায় এক অটোরিক্সা আরোহী মা-মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। বুধবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিএমপির ষোলশহর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা জাকির হোসেন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বেলা আড়াইটার দিকে ছাড়ে শাটল ট্রেনটি। নগরীর বিবিরহাট এলাকায় ঘটে দুর্ঘটনা। একটি সিএনজি অটোরিক্সা দ্রুততার সঙ্গে রেললাইন অতিক্রমের চেষ্টাকালে শাটল ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। এতে অটোরিক্সায় থাকা মা মরিয়ম বেগম (৬০) ঘটনাস্থলে ও মেয়ে আরেফিনের (১৭) হাসপাতালে মৃত্যু হয়। আহত হন ঐ অটোরিক্সার আরও ২ নারী আরোহী। পিঠা উৎসব স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বুধবার যশোরে বর্ণাঢ্য আয়োজনে ‘যশোর মিনি ম্যারাথন’ ও ‘পিঠা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত একটি সাংস্কৃতিক ও ক্রীড়ামনস্ক জাতি গঠনের লক্ষ্যে পিকেএসএফের সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন এ উৎসবের আয়োজন করে। বুধবার সকাল ৮টায় যশোর কালেক্টরেট চত্বর থেকে শুরু হয় ‘যশোর মিনি ম্যারাথন’। পুলিশ সুপারের অফিস হয়ে ফাতেমা হাসপাতাল পেরিয়ে বিমানবন্দর সড়ক ধরে আরবপুর মোড় দিয়ে চাঁচড়া চেকপোস্ট হয়ে মাগুরপট্টি-ডালমিল হয়ে মুজিব সড়কে জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয়ে এসে ম্যারাথন শেষ হয়। ৪১ কিমি সড়কে এলইডি বাতি স্টাফ রিপোর্টার, চট্টগ্রম অফিস ॥ নগরীকে শতভাগ আলোকিত করার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। নগরীর ৪১ কিলোমিটার জুড়ে প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর এলইডি বাতি স্থাপন কর্মসূচীতে সহযোগিতা প্রদানে এগিয়েছে বিএমটিএফ এবং জুমটেবল গ্রুপ। বুধবার নগরভবনের সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে বিএমটিএফ ও জুমটেবল গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এলইডি বাতি স্থাপন বিষয়ে একটি কর্মপরিকল্পনা ও প্রস্তাবনা মেয়রের কাছে উপস্থাপন করা হয়। এ সময় বিএমটিএফের ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ, লে. কর্নেল আসাদ, প্রকৌশলী মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।
×