ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্ষেতের সঙ্গে শত্রুতা

প্রকাশিত: ০৬:১৯, ২৯ ডিসেম্বর ২০১৬

ক্ষেতের সঙ্গে শত্রুতা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে পূর্ব শত্রুতার জের ধরে কীটনাশক দিয়ে আলু ক্ষেত জ্বালিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামের রাকিব শেখের জমিতে। এ বিষয়ে বুধবার বিকেলে কৃষক রাকিব শেখ সিরাজদিখান থানায় ৬ জনকে বিবাদী করে একটি সাধারণ ডাইরি করেছেন। কৃষক রাকিব শেখ জানান, গত মঙ্গলবার ভোর ৫টার দিকে ৭/৮ ব্যক্তি আমার আলু জমিতে মেশিন দিয়ে কীটনাশক ছিটায়। তাতে আমার জমির আলু গাছ জ্বলে নষ্ট হয়ে যায়। কীটনাশক ছিটানোর সময় আমি ক্ষেত দেখতে গেলে তারা আমাকে দেখে মেশিন ফেলে দৌড়ে পালিয়ে যায়। আলু ক্ষেত জ্বালিয়ে তারা আমার লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। রাজশাহী আইএইচটিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ৫ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শেখ তারেখ নামে ছাত্রলীগ কর্মীর নাম জানা গেলেও অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ জানান, আইএইচটি ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান ও সহসভাপতি ফয়সাল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংর্ঘষের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সাঁথিয়া নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাঁথিয়ায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় এক সংবাদকর্মীসহ চার জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের রাজনৈতিক কার্যালয় আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। এলাকাবাসী জানিয়েছে, জেলা পরিষদ নির্বাচন নিয়ে উপজেলা সদরে দু’পক্ষের উত্তেজনা চলছিল। এর জের ধরে বুধবার সকালে পুরাট গ্রামের আঃ কুদ্দুসের ছেলে শওকত হোসেন পৌরসভার বোয়ালমারি গ্রামের রাসেলকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। সংঘর্ষে দু’জন আহত হয়। আহত রাসেলকে প্রথমে সাঁথিয়া ও পরে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সানের ব্যক্তিগত রাজনৈতিক অফিসে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হয়। প্রতিবাদে তপন হায়দার সানের সমর্থকরা পৌরসভা এলাকায় বিক্ষোভ করে। মিছিলের ছবি তুলতে গেলে আলোকিত বাংলাদেশের সাঁথিয়া প্রতিনিধি খালেকুজ্জামান পানুর ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাকে মারপিট করা হয়। তাকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×