ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জমি দখল করতে বীজতলায় লবণ

প্রকাশিত: ০৬:১৮, ২৯ ডিসেম্বর ২০১৬

জমি দখল করতে বীজতলায় লবণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়ায় প্রতিবন্ধীর বীজতলায় লবণ ছিটিয়ে ধানের চারা নষ্ট করেছে দখলবাজরা। মঙ্গলবার রাতে পেকুয়া সদর মৌলভীপাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সাবেক গুলদি গ্রামের হাজী সাচী মিয়ার ছেলে প্রতিবন্ধী নুরুল হোছাইনকে সরকার ২০১১ সালে মৌলভীপাড়া গ্রামে ৪০ শতক খাসজমি বন্দোবস্ত দিয়ে রেজিস্ট্রি করে দেয়। এরপর থেকে স্থানীয় প্রভাবশালীর লোলুপ দৃষ্টি পড়ে প্রতিবন্ধীর ওই জমির ওপর। জবর-দখলের চেষ্টা ব্যর্থ হয়ে প্রতিবন্ধী ও তার পরিবারের ওপর একাধিক হামলা করেছে প্রভাবশালীরা। প্রতিবন্ধী নুরুল অভিযোগ করেছেন, চলতি শুষ্ক মৌসুমে তার জমিতে বোরো চাষাবাদের জন্য ২০ দিন পূর্বে তিন আড়ি ধান (বীজ) ছিটিয়েছেন। মঙ্গলবার রাতে মৌলভীপাড়ার আহসান উল্লাহ মহব্বতের নির্দেশে তার ভাই আতাউল্লাহ আরফাত ও একই এলাকার বাদশার নেতৃত্বে একদল লোক তার বীজতলায় লবণ চিটিয়ে ধানের চারা নষ্ট করে দিয়েছে। বুধবার সকালে জনপ্রতিনিধিসহ অনেকে সরেজমিন দেখে শুধু আফসোস করে গেছেন। বীজতলায় লবণ ছিটানোর কারণে ধানের চারা লালচে রূপধারণ করে মরে যাচ্ছে।
×