ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কলেজ জাতীয়করণ দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৬:১৮, ২৯ ডিসেম্বর ২০১৬

কলেজ জাতীয়করণ  দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়া বাঘারপাড়া ডিগ্রী মহাবিদ্যালয় পুনরায় অন্তর্ভুক্তকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে কলেজের অধ্যক্ষ আবদুল মতিন বলেন, জাতীয়করণের তালিকায় ২৮৭টি কলেজের মধ্যে ৫৫ নম্বরে ছিল বাঘারপাড়া ডিগ্রী মহাবিদ্যালয়। কিন্তু যথাযথ কারণ ছাড়াই অদৃশ্য কারণে জাতীয়করণের তালিকা থেকে বাঘারপাড়া ডিগ্রী মহাবিদ্যালয়টির নাম বাদ দিয়ে শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। উপজেলা সদরের ঐতিহ্যবাহী বাঘারপাড়া মহাবিদ্যালয়টি জাতীয়করণের তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। উপস্থিত ছিলেনÑ উপাধ্যক্ষ জাকির হোসেন, সহকারী অধ্যাপক সুকুমার দাস, শহিদুর রহমান, রোজলীনা এহসান, জয়নাল আবেদিন প্রমুখ।
×