ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাবিতে বঙ্গবন্ধুর নামে হলের নামকরণ

প্রকাশিত: ০৬:১৮, ২৯ ডিসেম্বর ২০১৬

শাবিতে বঙ্গবন্ধুর নামে হলের নামকরণ

শাবি সংবাদদাতা ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দ্বিতীয় ছাত্র হলের নামকরণ করা হয়েছে। বুধবার পৌনে পাঁচটায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া। তিনি বলেন, গত মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল সিন্ডিকেট সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রাষ্ট্রপতি দ্বিতীয় ছাত্র হলের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করতে অনুমোদন করেন। এর আগে ১৯৯৯ সালে ৮৭তম সিন্ডিকেট সভায় ওই হলের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তখন মৌলবাদী সংগঠন জামায়াত-শিবির নামকরণবিরোধী আন্দোলন শুরু করলে ২০০০ সালের ৬ মে ৮৯তম সিন্ডিকেট সভায় ওই হলের নামকরণে তৎকালীন রাষ্ট্রপতি স্থগিতাদেশ জারি করেন। সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. কবির হোসেন বলেন, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠককে সামনে রেখে আমরা গত ১৯ ডিসেম্বর বিশেষ সিন্ডিকেটের সভায় ওই হলের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাখার প্রস্তাব পুনরায় উত্তোলন করি। সিন্ডিকেটের সম্মতিতে আমরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতকালে হলের নাম বঙ্গবন্ধুর নামে নামকরণের প্রস্তাব রাখলে তিনি তা অনুমোদন করেন।
×