ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুদের টাকা না দেয়ায় যুবককে শিকলে বেঁধে মারধর

প্রকাশিত: ০৬:১৭, ২৯ ডিসেম্বর ২০১৬

সুদের টাকা না দেয়ায়  যুবককে শিকলে বেঁধে মারধর

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ সুদের টাকা না দেয়ায় পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে শিকলে বেঁধে খলিল হাওলাদার (৩২) নামের এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। উদ্ধার করতে গিয়ে পুলিশও হেনস্থার শিকার হয়েছে। এ সময় পুলিশ একজনকে আটক করেছে। মঙ্গলবার সকালের এ ঘটনাটি প্রত্যক্ষদর্শী, নির্যাতনের শিকার যুবক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে। জানা গেছে, এলাকায় ‘সুদ ব্যবসায়ী’ হিসেবে পরিচিত ঝুমুর বেগমের কাছ থেকে চলতি বছরের শুরুতে দুই গুণ বেশি সুদ দেয়ার শর্তে খলিল হাওলাদার সাত হাজার টাকা নেন। সুদসহ ওই টাকা আদায়ের জন্য ঝুমুর বেগম মঙ্গলবার সকালে খলিল হাওলাদারের বাড়িতে যান। ঝুমুর বেগম ২০ হাজার টাকা দাবি করেন। খলিল হাওলাদার সাড়ে ১০ হাজার টাকা দিতে চান। এ নিয়ে কথা চালাচালির এক পর্যায়ে ঝুমুর বেগম, স্বামী মিজু হাওলাদার এবং ছেলে মহারাজ জোরপূর্বক খলিলকে শিকল দিয়ে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে ফেলে। তাকে মারধর করা হয়। একপর্যায়ে কয়েকবার ঝুমুর বেগম তাকে দা দিয়ে কুপিয়ে জখমের চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ খলিল হাওলাদার উদ্ধারের চেষ্টা করলে ঝুমুর বেগমসহ আরও ৪-৫ জন মহিলা বাধা দেয়। দু’ ঘণ্টা চেষ্টার পর পুলিশ খলিল হাওলাদারকে উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ঝুমুরের স্বামী মিজু হাওলাদারকে আটক করে। খলিল হাওলাদার জানান, তিনি ওই মহিলার কাছ থেকে দুইগুণ সুদে ৭ হাজার টাকা নিয়েছেন। সুদসহ ওই অর্থ বর্তমানে সাড়ে ১০ হাজার টাকা হয়েছে। কিন্তু ঝুমুর বেগম ২০ হাজার টাকা দাবি করে। এতে রাজি না হওয়ায় টাকা ছিনিয়ে নিয়ে ঝুমুর বেগম, তার স্বামী এবং ছেলে শিকল দিয়ে বেঁধে মারধর করে। ঝুমুর দুই-তিন বার গলার কাছে দা নিয়ে কোপাতে চেয়েছে।
×