ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে সভাপতি রুবেল, সম্পাদক হযরত আলী

প্রকাশিত: ০৬:১৭, ২৯ ডিসেম্বর ২০১৬

শেরপুরে সভাপতি রুবেল, সম্পাদক হযরত আলী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, থেকে জানান, অবশেষে শেরপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের লক্ষ্যে গোপন ব্যালটে ভোটগ্রহণের একদিন পর গণনা ও ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জেলা বিএনপির বিদায়ী আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা শাখার আহ্বায়ক শিল্পপতি হযরত আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে রাজধানী ঢাকায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে সিলগালা করা ব্যালটবাক্স খুলে তা গণনার পর ফলাফল ঘোষণা করা হয়। বুধবার স্বাক্ষরিত বিধিতে নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকের নাম অনুমোদন দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে দলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জেলা বিএনপির সভাপতি-সম্পাদক পদে রুবেল-হযরত আলীর নাম ঘোষণা করায় তাদের সমর্থকরা খুশি হলেও সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন ও মামুনুর রশীদ পলাশের নেতৃত্বাধীন নেতা-কর্মীরা অসন্তোষ প্রকাশ করেছে। ওই কমিটিকে সাজানো ও পূর্বপরিকল্পিত বলে উল্লেখ করে সাইফুল ইসলাম স্বপন জানান, অচিরেই সংবাদ সম্মেলন করে তীব্র প্রতিবাদ ও প্রকৃত ঘটনা অবহিত করা হবে। দীর্ঘ ১৩ বছর পর সোমবার শেরপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সভাপতি-সম্পাদক পদে নাম চেয়ে ভোটগ্রহণ হয়। এতে জেলার ৯টি ইউনিটের ৪৫ কাউন্সিলরের মধ্যে ৪২ কাউন্সিলর ভোট দেয়। কিন্তু সংঘাত এড়াতে তাৎক্ষণিক ওই ভোট গণনা না করে ভোটবাক্স সিলগালা করে কেন্দ্রে পাঠানো হয়।
×