ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীনা প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়

প্রকাশিত: ০৬:১৬, ২৯ ডিসেম্বর ২০১৬

চীনা প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। সরকার সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছে। বাংলাদেশে সফররত কাউন্সিল অব চায়না রিলিজিয়ন ফর পিসের (সিসিআরপি) এক প্রতিনিধি দলের সঙ্গে আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন দেশবরেণ্য আলেম-ওলামার সমন্বয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, ইফা বোর্ড অব গবর্নরসের গবর্নর এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ, শায়খ আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী, মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুর রাজ্জাক, সিসিআরপির সেক্রেটারি জেনারেল মি. লুকান ও এশিয়ান কনফারেন্স অব রিলিজিয়াস ফর পিসের (এসিআরপি) সেক্রেটারি জেনারেল প্রিন্সিপাল সুকোমল বড়ুয়া প্রমুখ বক্তৃতা করেন। -বিজ্ঞপ্তি
×