ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম নগরীতে ভাসমান দোকান সরানোর নির্দেশ

প্রকাশিত: ০৬:১৬, ২৯ ডিসেম্বর ২০১৬

চট্টগ্রাম নগরীতে ভাসমান দোকান সরানোর  নির্দেশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর সড়ক থেকে ভাসমান দোকানপাট সরানোর পদক্ষেপ নিয়েছে পুলিশ। নতুন বছরের প্রথম দিন থেকেই পথচারীদের চলাচলের রাস্তা নির্বিঘœ করতে উদ্যোগী হয়েছে প্রশাসন। এ লক্ষ্যে সিএমপির পক্ষ থেকে নির্দেশনা জারি হয়েছে। সিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মহানগরে যানবাহন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে আগামী ১ জানুয়ারি থেকে সড়কে ওপর ভাসমান ও ভ্রাম্যমাণ হকার কিংবা অবৈধভাবে সড়ক দখল করে অস্থায়ী স্থাপনা বা দোকানপাট বসানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। নতুন বছরের শুরু থেকেই যানবাহন চলাচল, সড়ক ও ফুটপাথ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে চায় সিএমপি। নগরীর নিউমার্কেট, স্টেশন রোড, জিইসি মোড়, আগ্রাবাদ, চকবাজার, আন্দরকিল্লাসহ বিভিন্ন এলাকায় ফুটপাথ ও সড়কের একাংশজুড়ে রয়েছে ভাসমান দোকানপাট এবং অবৈধ স্থাপনা। এ সকল স্থাপনার কারণে পথচারীদের চলাচলে সমস্যা এবং বিড়ম্বনার মুখোমুখি হতে হয়।
×