ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নজরুলের চেতনা বাঙালীর প্রেরণার উৎস ॥ চবি উপাচার্য

প্রকাশিত: ০৬:১৫, ২৯ ডিসেম্বর ২০১৬

নজরুলের চেতনা বাঙালীর প্রেরণার উৎস ॥ চবি উপাচার্য

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সাম্রাজ্যবাদ ও সামন্তবাদবিরোধী নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত মানবতার প্রতীক। অসাধারণ মেধাবী নজরুলের জীবন ও সমাজদর্শন বাঙালীর স্বাধীনতা সংগ্রামে অমীয় শক্তি হিসেবে কাজ করেছে। নির্যাতিত গণ-মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ক্ষুরধার লেখনী সাহিত্যের সকল শাখায় অসামান্য অবদান রেখেছে। বাংলা ভাষা ও সাহিত্যে নজরুলের ঋণ অপরিশোধযোগ্য এবং তাঁর বিপ্লবী চেতনা বাঙালির সকল প্রেরণার উৎস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে বুধবার বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদ আয়োজিত ‘নজরুল-বক্তৃতা’ অনুষ্ঠানে কথাগুলো বলেন, উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। “নজরুল-চেতনার সন্ধানে” শীর্ষক বক্তৃতা দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. আমাতুল লায়লা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মহীবুল আজিজ।
×