ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাসিরনগরে হামলা ॥ সাবেক ইউপি চেয়ারম্যানের রিমান্ড নামঞ্জুর

প্রকাশিত: ০৬:১৫, ২৯ ডিসেম্বর ২০১৬

নাসিরনগরে হামলা ॥ সাবেক ইউপি  চেয়ারম্যানের রিমান্ড নামঞ্জুর

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ নাসিরনগরে হিন্দু বাড়ি-ঘর, মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনায় গ্রেফতারকৃত সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আহাদকে বুধবার সকালে আদালতে হাজির করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে দুপুরে নাসিরনগর আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগমের বিচারিক আদালতে শুনানি শেষে তার রিমান্ড নামঞ্জুর করে তাকে জেল গেটে ৪ দিন জিজ্ঞাসাবাদের আদেশ দেন। মঙ্গলবার তাকে উপজেলা সদরের ঘোষ পাড়া নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু বাড়ি-ঘর ও মন্দিরে ভাংচুর ও পরবর্তীতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় ৮টি পৃথক মামলা হয়। এর মধ্যে ৬টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ ঘটনায় এ পর্যন্ত ১০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
×