ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

প্রকাশিত: ০৬:১৫, ২৯ ডিসেম্বর ২০১৬

রূপগঞ্জে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৮ ডিসেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক স্কুল এ্যান্ড কলেজের পাঠদান কার্যক্রম চলছে নানা সঙ্কট নিয়ে। ভবনসহ নানা সঙ্কট মোকাবেলায় নেই কোন উদ্যোগ। নেই উপযুক্ত স্কুল ভবন। আর ভবন সঙ্কটের কারণে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান নিচ্ছে বাধ্য হয়ে। আবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী থাকলেও নেই পরীক্ষণ যন্ত্রাদি। রয়েছে শিক্ষক সঙ্কটের মতো ভয়াবহ পরিবেশ। পার্টটাইম শিক্ষক দিয়ে নামে মাত্র চালু রয়েছে এ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার মান। ঝড়ে পড়ছে শিক্ষার্থী। সরেজমিন দেখা যায়, দাউদপুর ইউনিয়নের নুরুন্নেছা স্কুল এ্যান্ড কলেজের তিনটি ভবনের মধ্যে একটি ভবন নির্মাণ করা হয়েছিল স্বাধীনতা যদ্ধের প্রাক্কালে। সেই ভবনটি পরিত্যক্ত হওয়ার পর ১৯৯৬ সালে মাধ্যমিক শাখার জন্য একতলা ভবন নির্মাণ করা হয়। তবে বিশ বছর না যেতেই ছাদের পলেস্থরা ধসে পড়তে দেখা গেছে। ভবনের খুঁটিতেও ফাটল থাকায় ভয়াবহ ঝুঁকিযুক্ত পরিবেশ লক্ষ্য করা গেছে। বিকল্প ব্যবস্থা না থাকায় ওই ছাদের নিচেই দশম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। এতে শিক্ষার্থীরা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষা অর্জন করছে। এসব বিষয়ে অভিভাবক নজরুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের কারণে আমার মেয়েদের অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি করিয়েছি। সরকার যদি নতুন ভবনের ব্যবস্থা না করে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা ও কমে যাবে। এসব বিষয়ে নুরুন্নেছা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সাত্তার আলী খান বলেন, ভবন সঙ্কট, শিক্ষক সঙ্কট ও বিজ্ঞানাগারের যন্ত্রাদির সঙ্কট বিষয়ে ম্যানেজিং কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা এ সঙ্কট মোকাবেলায় দেই দিচ্ছি বলে আশ্বস্ত করছেন মাত্র।
×