ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৩৪

প্রকাশিত: ০৬:০৮, ২৯ ডিসেম্বর ২০১৬

পাকিস্তানে বিষাক্ত  মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৩৪

পাকিস্তানে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। লাহোর থেকে ২শ’ কিলোমিটার দূরে পাঞ্জাবের তোবা তেক সিং এলাকায় খ্রীস্টান কলোনিতে গণহারে বিষাক্ত মদপানের ঘটনায় প্রতিদিন মৃতের সংখ্যা বাড়ছে। প্রাথমিক ১২ জনের মৃতের খবরের পর দ্রুতই তা ২৪ জনে পৌঁছে। তবে বুধবার (২৭ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় আরও ১০ জন মারা যান। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে আরও বেশ কয়েকজন চিকিৎসাধীন। জেলা হেডকোয়ার্টার হাসপাতালের চিকিৎসক ড. আসিফ মেহমুদ সালেমি জানান, বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে এখন পর্যন্ত ১০৫ জন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। -ওয়েবসাইট
×