ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দাতাদের অর্থছাড় কমলেও বেড়েছে প্রতিশ্রুতি

প্রকাশিত: ০৫:৫৪, ২৯ ডিসেম্বর ২০১৬

দাতাদের অর্থছাড় কমলেও বেড়েছে প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার ॥ চলতি অর্থবছরের পাঁচ মাসের (জুলাই-নবেম্বর) হিসাবে দাতাদের অর্থছাড় কমেছে। তবে বেড়েছে প্রতিশ্রুত অর্থের পরিমাণ। এ সময়ে দাতারা প্রায় ৯০ কোটি ৩২ লাখ মার্কিন ডলার ছাড় করেছে। অথচ গত অর্থবছরের একই সময়ে মোট অর্থছাড়ের পরিমাণ ছিল প্রায় ১০০ কোটি ৩৯ লাখ ডলার। এ হিসেবে প্রায় ১০ কোটি ৭ লাখ ডলার কম ছাড় হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, পাঁচ মাসে যে পরিমাণ অর্থছাড় হয়েছে তার মধ্যে ঋণ প্রায় ৮০ কোটি ৬৭ লাখ ডলার এবং অনুদান প্রায় ৯ কোটি ৬৫ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে ছাড় করা অর্থের মধ্যে ঋণ ছিল প্রায় ৮৪ কোটি ২৭ লাখ ডলার এবং অনুদান প্রায় ১৬ কোটি ১১ লাখ ২০ ডলার। অর্থ ছাড়ের প্রভাব পড়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচীতেও (এডিপি)। সময়মতো অর্থ ছাড় না হওয়ায় এডিপিতে বৈদেশিক সহায়তার পরিমাণ কাটছাঁটের প্রক্রিয়া শুরু করেছে ইআরডি। অন্যদিকে চলতি অর্থবছরে পাঁচ মাসে উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি বেড়েছে। এ সময় ঋণ প্রতিশ্রুতি এসেছে প্রায় ১ হাজার ৩৪২ কোটি ২৮ লাখ ডলার। এর মধ্যে ঋণের পরিমাণ হচ্ছে প্রায় ১ হাজার ৩৩৫ কোটি ৯০ লাখ এবং অনুদান ৬ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ডলার। এ বিষয়ে ইআরডির এক কর্মকর্তা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের জন্য রাশিয়া থেকে বড় অঙ্কের ঋণের প্রতিশ্রুতি এসেছে। একারণে প্রতিশ্রুতির পরিমাণ বেশি মনে হচ্ছে। এটি বিশেষ ঋণ। গত অর্থবছরের একই সময়ে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল ৯৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ঋণ ৮৮ কোটি ১২ লাখ ৪০ হাজার এবং অনুদান ৯ কোটি ১০ লাখ ১০ হাজার ডলার।
×