ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

প্রকাশিত: ০৫:৪৯, ২৯ ডিসেম্বর ২০১৬

মির্জাপুরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২৮ ডিসেম্বর ॥ মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামে গণপিটুনিতে দুই ডাকাত নিহত ও একজন আহত হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত দুই ডাকাতের মধ্যে একজনের পরিচয় মিলেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহত ডাকাত নেক মোহাম্মদকে (৪৫) কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সিরাজগঞ্জ জেলার সলজারা গ্রামের নূর হোসেনের পুত্র। এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ৭/৮ জনের ডাকাত দল প্রথমে ধল্যা গ্রামের জামিলুর রহমানের বাড়িতে ডাকাতির চেষ্টা চালায়। সেখানে ব্যর্থ হয়ে উফুলকী গ্রামে মোস্তফা নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতির চেষ্টা করে। সেখানেও ব্যর্থ হয়ে আগধল্যা গ্রামের দেওয়ান দুলাল মিয়ার বাড়ির কেচিগেট ভেঙ্গে ডাকাতরা বাড়ির ভেতরে ঢোকে। এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করে। ডাকাতরা পালানোর সময় পার্শ¦বর্তী একটি পুকুরে পড়লে গ্রামবাসীরা তিন ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। পুলিশ খবর পেয়ে তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। বুধবার সকাল ৮ টায় ২ ডাকাতের মৃত্যু হয়। নিহত এক ডাকাতের নাম কমল দাস (৪৫)। সে নাটোর জেলার গুরুদাসপুর থানার কুলা গ্রামের নারায়ণ চন্দ্র দাসের পুত্র। আহত ডাকাত নেক মোহাম্মদ কুমুদিনী হাসপাতালে ভর্তি রয়েছে। অন্য ডাকাতরা পালিয়ে যায় বলে গ্রামবাসী জানিয়েছে। মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মাইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত দুই ডাকাতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। একজন হাসপাতালে চিকিৎস
×