ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাত্র-পাত্রী খোঁজার সম্মেলন

প্রকাশিত: ০৫:৪৮, ২৯ ডিসেম্বর ২০১৬

পাত্র-পাত্রী খোঁজার সম্মেলন

মার্কিন মুলুকের ফ্লোরিডায় ২২ একর জায়গাজুড়ে তৈরি করা হয়েছে সামার গ্রিন রিসোর্ট। তবে এ রিসোর্ট সবার জন্য উন্মুক্ত নয়। ফ্লোরিডায় অবস্থান করে এমন একটি সম্প্রদায়ের মানুষের জন্যই কেবল এটি। অন্যান্য রিসোর্টে সাধারণত যা হয়, এ রিসোর্টেও তা হয়। বিয়ে, পার্টিসহ বিভিন্ন অনুষ্ঠান। তবে সম্প্রতি এখানে হয়ে গেল ব্যতিক্রমী এক অনুষ্ঠান। সপ্তাহান্তে প্রায় চারশ’ ভারতীয় কনফারেন্স করেছে ফ্লোরিডায়। এখানে আগতরা সবাই মরমন ধর্মে বিশ্বাস করে। এই কনফারেন্সের বিষয়বস্তু আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়। কারণ এখানে সবাই জড়ো হয়েছিল পাত্র-পাত্রী খোঁজার জন্য। খবরে বলা হয়েছে, এর আগে এত সংখ্যক লোক পছন্দের পাত্র-পাত্রী খোঁজার জন্য একত্রিত হয়নি। কিন্তু কেন এই উদ্যোগ? কারণ হিসেবে বলা হয়েছে, মরমনরা অত্যন্ত অন্তর্মুখী স্বভাবের হয়। বিয়ের জন্য পাত্র-পাত্রী খুঁজতেও তাদের অনীহা। এদের কথা মাথায় রেখে সামার গ্রিন রিসোর্ট কর্তৃপক্ষ এই ব্যতিক্রমী উদ্যোগ নেয়। এখানে আসা ভেনেল নামের এক তরুণী বলেন, আসলে কনফারেন্সটা ছিল আমাদের ভাগ্যনির্ধারণী আলাপ-আলোচনার জন্য। একাকিত্ব আমাকে ঘিরে ধরেছে। তাই সঙ্গী খুঁজতে আমি এখানে এসেছি। র‌্যাপার নামে অপর এক মরমন ধর্মাবলম্বী বলেন, আমরা ক্লান্ত। প্রায় নিঃশেষ হয়ে গেছি। নটরাজন নামের একজন বললেন, তোমরা এখনই ভেঙ্গে পড়ো না। তার আগে আমরা কী করছি, তা দেখ। আমরা এখানে আলাপ-আলোচনা করব নিজেদের ভাগ্য নিয়ে। মরমনদের সামাজিক মেলামেশা খুব সীমিত। তাই তারা নিঃসঙ্গতায় ভোগে। আয়োজকদের ধারণা এই সম্মেলনের ফলে অনেকেই তাদের সঙ্গী খুঁজে পাবে। তাদের একাকিত্ব ঘুচবে। -বিবিসি।
×