ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চোস্ত ইংরেজী বলা ভিক্ষুক

প্রকাশিত: ০৫:৪৮, ২৯ ডিসেম্বর ২০১৬

চোস্ত ইংরেজী বলা ভিক্ষুক

ধরুন, পার্কে বসে বন্ধু-বান্ধব মিলে আড্ডা দিচ্ছেন। পাশ দিয়ে যাচ্ছে বাদাম, ঝালমুড়ি আর আইসক্রিমওয়ালা। মাঝে মধ্যে ভিখারি এসেও হাত পেতে দাঁড়াচ্ছে ভিক্ষার ধান্ধায়। খুব একটা পাত্তা দিচ্ছেন না। ভিখারিদের একটাকে পাত্তা দিলে মিনিটখানেকের মধ্যে শ’খানেক এসে ভিড় জমাতে শুরু করে। কিন্তু একটু পরই যদি দেখেন, ময়লা ছিন্ন পোশাক পরা এক ভিখারি এসে চোস্ত ইংরেজীতে ভিক্ষা চেয়ে বসল, তখন কী করবেন? প্রথমে একেবারে হতবাক হয়ে যাবেন তাই না? অনর্গল ইংরেজীতে কথা বলতে বলতে কেউ যদি ভিক্ষা চায়, তাহলে আচমকা অবাক হওয়ারই কথা। অবশ্য ইংরেজভাষী কোন দেশে ভিখারিরা তো ইংরেজীতেই ভিক্ষা চাইবে। কিন্তু দেশটা পাকিস্তান। পাকিস্তানের রাস্তায় ভিক্ষা করা এমনই এক ভিখারিকে নিয়ে এখন অনলাইন দুনিয়া সরগরম। হোয়াটসএ্যাপ থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছেয়ে গেছে এই ব্যক্তি। তার নাম আহসান খান। সহায়সম্বলহীন ৫৭ বছরের এই শিক্ষিত ভিখারি লাহোরের বাসিন্দা। নিজের জীবনের ঘটনাও একেবারে ইংরেজীতে শোনালেন। জানালেন, এক বড় দুর্ঘটনায় স্ত্রী ও সন্তান হারিয়েছেন। তারপর এই পেশায় আসা। -ডন অনলাইন।
×