ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

না’গঞ্জে ফের পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যাচেষ্টা, গ্রেফতার ১

প্রকাশিত: ০৫:৪৭, ২৯ ডিসেম্বর ২০১৬

না’গঞ্জে ফের পায়ুপথে  বাতাস ঢুকিয়ে  শ্রমিক হত্যাচেষ্টা, গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৮ ডিসেম্বর ॥ নারায়ণগঞ্জে আবারও পায়ুপথে বাতাস ঢুকিয়ে আল-আমিন (২১) নামে এক শ্রমিককে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিমন (২০) নামে আরেক শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের গোপিন্দী এলাকার ছাবেদ আলী স্পিনিং মিলে এ ঘটনা ঘটে। আল-আমিন উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের গোপিন্দী গ্রামের হাছান আলীর ছেলে। জানা গেছে, ছাবেদ আলী স্পিনিং মিলের মেকানিক্যাল ইউনিটে আল-আমিন ও রিমনসহ বেশ কয়েকজন কাজ করছিল। এ সময় রিমন আল-আমিনের পায়ু পথে বাতাস ঢুকিয়ে দেয়। এতে আল-আমিন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ছাবেদ আলী স্পিনিং মিলে অভিযান চালিয়ে বিকেলে রিমনকে গ্রেফতার করে। ছাবেদ আলী স্পিনিং মিলের মালিক হক মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করলেও তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। মিল মালিক হক মিয়া ব্রাহ্মন্দী ইউনিয়নের চেয়ারম্যান লাক মিয়ার ভাই। এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত রিমনকে গ্রেফতার করা হয়েছে। রিমন রাজশাহী জেলার চারঘাট থানার থানাপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে। আল-আমিনের আত্মীয়-স্বজনরা থানায় আসলে এ বিষয়ে মামলা নেয়া হবে। উল্লেখ্য, এর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ও সোনারগাঁয়ে দুই শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়।
×