ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ড্রোনের জন্য সোয়েটার

প্রকাশিত: ০৫:৪৪, ২৯ ডিসেম্বর ২০১৬

ড্রোনের জন্য সোয়েটার

বর্তমান যুগে ড্রোন একটি অত্যাবশ্যকীয় যন্ত্রে পরিণত হয়েছে। হোটেলবয় থেকে শুরু করে ফটোশ্যুট সর্বত্রই ড্রোনের ব্যবহার। কিন্তু ব্যাটারি চালিত এই যন্ত্রটি অনেক সময় দুর্গম এলাকায় কাজ করতে সমস্যায় পড়ে। বরফাচ্ছাদিত কোন পাহাড়ী এলাকায় ড্রোনের চার্জ ফুরিয়ে গেলে অনেক সময় লক্ষ্যে পৌঁছার আগেই কাজ অসমাপ্ত রেখে ড্রোন ফিরিয়ে আনতে হয়। সেই দিন ফুরিয়েছে। এবার বরফাচ্ছাদিত এলাকায় দিনের পর দিন অবিরাম কাজ করতে পারবে ড্রোন। কারণ ড্রোনের জন্য একটি নতুন ধরনের সোয়েটার তৈরি করেছেন ড্যানিয়েল বাস্কিন নামের এক মার্কিন ডিজাইনার। তার দাবি এই সোয়েটার পরিয়ে দিলে ড্রোন দিনের পর দিন দুর্গম এলাকায় কাজ করতে পারবে। তিনি বলেছেন, এই সোয়েটারে একটি হিটার সংযুক্ত থাকবে। এটি ড্রোনকে দীর্ঘ সময় গরম রাখবে। এতে যে কোন ঠা-া পরিস্থিতিতে কাজ করতে পারবে ড্রোন। এই সোয়েটারের দামও কিন্তু আহামরি নয়। মাত্র ১৮৯ ডলার। আবার কাজ শেষে ড্রোনটি ফিরিয়ে আনলে এই সোয়েটার খুলে ধোয়া যাবে। এ সময় শুধু হিটার যন্ত্রটি খুলে রাখতে হবে। এখন এই সোয়েটার বাণিজ্যিকভাবে উৎপাদনের চিন্তাভাবনা করছেন ড্যানিয়েল বাস্কিন। দ্য ভকেটিভ অবলম্বনে।
×