ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাবি ছাত্রলীগের সভাপতি জুয়েল সম্পাদক চঞ্চল

প্রকাশিত: ০১:০৭, ২৮ ডিসেম্বর ২০১৬

জাবি ছাত্রলীগের সভাপতি জুয়েল সম্পাদক চঞ্চল

জাবি সংবাদদাতা ॥ ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী জুয়েল রানাকে সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এস এম আবু সুফিয়ান চঞ্চলকে সাধারন সম্পাদক নির্বাচিত করে আগামী এক বছরের জন্য জাহাঙ্গীরননগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার রাত দশটার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইনের অনুমোদনে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক ছাত্র জুয়েল রানা সদ্য বিদায়ী কমিটির উপ-অর্থ বিষয়ক সম্পাদক এবং শহীদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র এস এম আবু সুফিয়ান চঞ্চল সদ্য বিদায়ী কমিটির আইন বিষয়ক সম্পাদক ছিলেন। তারা দুজনেই বিশ^বিদ্যালয়ের ৩৯ তম আবর্তনের ছাত্র। মেধাবী শিক্ষার্থী এস এম আবু সুফিয়ান চঞ্চল ২০০৯-১০ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষায় নৃবিজ্ঞান বিভাগে প্রথম স্থান অধিকার করেছিলেন। এদিকে দীর্ঘ অপেক্ষার পর নতুন কমিটি ঘোষনা করায় ক্যাম্পাসের সর্বস্তরের ছাত্রলীগকর্মীরা উল্লাস প্রকাশ করেছে। বুধবার ভোর থেকেই বিভিন্ন হলের নেতাকর্মীরা নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের আবাসিক হলের সামনে জড়ো হতে থাকে। পরে দুপুর আড়াইটার দিকে বিশ^বিদ্যালয়ের পরিবহন চত্তর থেকে পাঁচ শতাধিক নেতাকর্মীর অংশগ্রহনে একটি আনন্দ মিছিল নিয়ে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে জাতির পিতার ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। উল্লেখ্য, এর আগে গত ২০১২ সালের ১৩ সেপ্টেম্বরে মাহমুদুর রহমান জনিকে সভাপতি ও রাজিব আহমেদ রাসেলকে সাধারণ সম্পাদক করে জাবি ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়। দীর্ঘ ৪ বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর মঙ্গলবার নতুন কমিটি ঘোষনা করা হল। সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক বর্তমানে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
×