ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাঁথিয়ায় সংঘর্ষে আহত-৪

প্রকাশিত: ২২:৩০, ২৮ ডিসেম্বর ২০১৬

সাঁথিয়ায় সংঘর্ষে আহত-৪

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাঁথিয়ায় দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় এক সংবাদকর্মীসহ ৪ জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয় আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। জানাগেছে জেলা পরিষদ নির্বাচন নিয়ে উপজেলা সদরে দু’পক্ষের উত্তেজনা চলছিল। এর জের ধরে আজ বুধবার সকালে উপজেলার পুরাট গ্রামের আঃ কুদ্দুসের ছেলে শওকত হোসেন (৩৪) পৌরসভার বোয়ালমারি গ্রামের রাসেল (২৮) কে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। এ ঘটনায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এ সংঘর্ষে দু’জন আহত হয়। আহত রাসেলকে প্রথমে সাঁথিয়া ও পরে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর দুপুরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সানের ব্যক্তিগত রাজনৈতিক অফিসে দুর্বৃত্তরা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। পরে বেড়া ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এর প্রতিবাদে তপন হায়দার সানের সমর্থকরা পৌরসভা এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলের ছবি তুলতে গেলে কর্তব্যরত আলোকিত বাংলাদেশের সাঁথিয়া প্রতিনিধি খালেকুজ্জামান পানুর ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাকে মারপিট করা হয়। তাকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×